Logo
Logo
×

বিনোদন

যুজবেন্দ্র ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদের মধ্যেই মুখ খুললেন উরফি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম

যুজবেন্দ্র ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদের মধ্যেই মুখ খুললেন উরফি

ফাইল ছবি

গত মাসে মুম্বাইয়ে বান্দ্রার পারিবারিক আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মাকে। সেখানেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। সামাজিক মাধ্যমে জুটি হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন এ দম্পতি। স্ত্রী নৃত্যপটীয়সী তার মন রাখতে ধনশ্রীর সঙ্গে পা মেলাতেও দেখা গেছে চাহালকে। কিন্তু তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় ধনশ্রীকে। এবার চাহালের সাবেক স্ত্রীর হয়ে কথা বললেন নেটপ্রভাবী উরফি জাভেদ।

বিবাহবিচ্ছেদের পর সারাক্ষণ যেন সমালোচনার স্বীকার হতে হয় নারীকেই। সেই প্রসঙ্গে সুর চড়িয়েছেন উরফি। ধনশ্রী যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সে কথা যেমন জানিয়েছেন, তেমনই ধনশ্রীর কটাক্ষের শিকার তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন উরফি। তিনি  বলেন, আমি ধনশ্রীর সমর্থনে পোস্ট করেছিলাম। কারণ ওর প্রতি অন্যায় করা হচ্ছে। সেই পোস্টের পর ধনশ্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ওর সমর্থনে পোস্ট করার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছেন। বলেছেন— তিনি ভীষণই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

যখনই কোনো ক্রিকেটারের সম্পর্ক ভেঙে যায় বা বিবাহবিচ্ছেদ হয়, তখনই নারীকে আঘাত করা হয়। কারণ আমাদের কাছে ক্রিকেটারই আসল নায়ক। আমরা কেউ-ই জানি না যে দুজনের মধ্যে কী ঘটেছিল— এমনকি নাতাশা ও হার্দিকের ক্ষেত্রেও কী ঘটেছিল, সবাই জানে তবু দোষ দেওয়া হয় সেই নারীকে। 

তিনি বলেন, মনে আছে— ঠিক যেমনটি বিরাট কোহলি খারাপ খেললে হয়। এর জন্য আনুশকাকে দোষ দেওয়া হয়েছিল। তা হলে পুরুষের কাজের জন্য সবসময় নারীকেই দোষ দেওয়া হয়? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী যারা সম্পর্কে ছিলেন জানেন তারা কী করছে। ধনশ্রীকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন।

ধনশ্রী বা চাহাল এখনো পর্যন্ত কেউ-ই তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এবং এমনকি একে অপরের সঙ্গে ছবিও মুছে ফেলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম