Logo
Logo
×

বিনোদন

দীর্ঘদিন পর পরস্পরকে আলিঙ্গন শাহিদ-কারিনার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম

দীর্ঘদিন পর পরস্পরকে আলিঙ্গন শাহিদ-কারিনার

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা শাহিদ কাপুর একটা সময় বলিপাড়ায় প্রেমের চর্চায় শীর্ষে ছিলেন। তাদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে, ভক্ত-অনুরাগীরা তো বটেই—এমনকি পরিবারের লোকজনও সেই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ধরে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম স্থায়ী হয়নি। ব্রেক আপের পর একটা সময় তাদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল। কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। 

একটা সময় সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পর তাদের মধ্যে বিন্দুমাত্র বন্ধুত্ব ছিল না। কিন্তু তার পর কেটে গেছে অনেকগুলো বছর। যে যার জীবনে নিজের মতো এগিয়ে গেছেন। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে হঠাৎ দেখা এ সাবেক জুটির। গতকাল শনিবার জয়পুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা কাপুর খান ও শাহিদ কাপুর। অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কথাও বলতে দেখা যায় তাদের।

শুধু কথাই নয়; বহু বছর পর মুখোমুখি হয়ে পরস্পরকে আলিঙ্গনও করেন শাহিদ ও কারিনা। এই দৃশ্য অনুরাগীদের কাছে খুবই বিরল। এতদিন কোনো অনুষ্ঠানে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়েই গেছেন তারা। দেখেও না দেখার ভান করে সরে গেছেন। কিন্তু অবশেষে যবনিকা পতন। পরস্পর বহুক্ষণ কথা বললেন তারা। সেই মুহূর্তের ভিডিওগুলো সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।

শাহিদ ও কারিনা ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা স্পষ্ট নয় ঠিকই; কিন্তু দুজনের কথা বলার ভাবভঙ্গি দেখে অনুরাগীদের অনুমান— হয়তো একসময়ে একসঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করছেন দুজনে। আবার কেউ মনে করছেন, বর্তমানে নিজেদের সন্তানদের নিয়ে কথা বলছেন তারা।

এক জায়গায় দেখা যায়, বেবো তার চেনা ভঙ্গিতেই হেসে হেসে কথা বলছেন। চোখে চোখ রেখে শুনছেন শাহিদ কাপুর। অনুরাগীদের এই দেখে কেউ কেউ বলছেন— জোর করেই স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছেন তারা। আসলে পুরোনো কথা কেউ-ই ভোলেননি। ক্যামেরা রয়েছে বলে, পরস্পরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন মাত্র। তবে এই জুটিকে ফের একপর্দায় দেখতে উদ্গ্রীব তারা। ‘জব উই মেট’ সিনেমায় জুটি বেঁধেছিলেন কারিনা ও শাহিদ। তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তাই ‘আদিত্য’ ও ‘গীত’কে একসঙ্গে দেখতে চান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম