
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
বেতারের নতুন গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

আরও পড়ুন
দেড় দশকেরও বেশি সময় আগে ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ শিরোনামের একটি প্রতিযোগিতা থেকে উঠে আসা সংগীতশিল্পী রাশেদ এখনও গান করছেন নিয়মিত। ওই প্রতিযোগিতায় তার কণ্ঠে ‘মা’ গানটি এখনও শ্রোতাদের কানে বাজে। গান করছেন নিয়মিত। দেশ বিদেশে স্টেজ শো’তে অংশ নিচ্ছেন।
সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। শিরোনাম ‘তুমি প্রিয়তমা’। গানটি বাংলাদেশ বেতারের জন্য নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। সংগীতায়োজন করেছেন ইবনে খালদুন রাজন।
গানটি প্রসঙ্গে রাশেদ বলেন, ‘এর কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পর মনে হলো আমার মনের সাথে মিশে যাওয়া, মনে গেঁথে যাওয়া একটি গান গাইতে পেরেছি, যা শ্রোতাদের মুগ্ধ করবে। গানের কথা হাতে নিয়েই আমার মনটা ভরে গিয়েছিল। রাজন ভাই মিউজিকও করেছেন দারুণ। সুরও কানেলাগার মতো। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’
ঈদের কাজ প্রসঙ্গে এ শিল্পী জানান, কিছু গান তৈরি করা আছে। সেগুলো থেকে দু’একটি গান ঈদে আসতে পারে।
এদিকে আগামীকাল রাশেদের জদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।