
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম
মোদিকে প্রশংসায় ভাসালেন উর্বশী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

আরও পড়ুন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। দুইবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী এই অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা উত্তরাখণ্ডের নৈনিতালে।
সম্প্রতি রাজ্যটিতে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক জনসভায় মোদি ঘোষণা দেন- উত্তরাখণ্ডকে সিনেমার শুটিংয়ের অন্যতম স্থান হিসেবে গড়ে তুলতে হবে।
মোদির এমন ঘোষণা শুনে দারুণ উচ্ছ্বসিত উর্বশী। নিজ রাজ্য বলে কথা। তাই মোদির প্রতি জানালেন বিশেষ প্রশংসা ও কৃতজ্ঞতা।
ভারতীয় গণমাধ্যমকে উর্বশী বলেন, উত্তরাখণ্ড আমার জন্মভূমি। তাই আমার মনে এর জন্য বিশেষ জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী যা করেছেন, একদম ঠিক করেছেন। এই রাজ্যে অসাধারণ সুন্দর কিছু জায়গা রয়েছে। সংস্কৃতির দিক থেকেও এ রাজ্য সমৃদ্ধ। ছবির শুটিং করার জন্য তো অবশ্যই আদর্শ।
শুটিংয়ের জন্য উত্তরাখণ্ডের বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন উর্বশী।
অভিনেত্রী বলেন, উত্তরাখণ্ডে অসংখ্য সুন্দর এলাকা রয়েছে। এখানে বরফে ঢাকা পর্বতমালা যেমন রয়েছে, তেমনই রয়েছে সবুজে ঘেরা উপত্যকা। তাই নিঃসন্দেহে বলা যায়, এ অঞ্চল ছবির শুটিংয়ের জন্য অসাধারণ। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রত্যন্ত এলাকায় যাতায়াত করার বিষয়টি দেখতে হবে।
উর্বশী আরও বলেন, উন্নত পরিকাঠামো ও সরকারের সমর্থন শুধুই চিত্র পরিচালকদের এই রাজ্যে নিয়ে আসবে- এমন নয়। এই রাজ্যে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এখানকার কলাকুশলী ও শিল্পীরাও কাজ পাবেন। আঞ্চলিক ছবির ক্ষেত্রেও এটি খুব ইতিবাচক দিক।