কার নিষেধ মেনে ওয়েস্টার্ন পোশাক পরেন না আমিশা পাটেল?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৭:৪১ এএম

ছবি: সংগৃহীত
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে বন্ধুত্ব নতুন কিছু নয়। উদারহরণ হিসাবে বলা যায়, শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলার বন্ধুত্বের কথা। আরও অনেকেরই এ রকম বন্ধুত্বের সম্পর্ক আছে। এক বন্ধুর ভালো মন্দ দেখাই যেন আরেক বন্ধুর দায়িত্ব। আবার সে দায়িত্ব কখনো আদেশ বা নিষেধের পর্যায়ও অতিক্রম করে ফেলে! এই যেমন সঞ্জয় দত্ত তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী আমিশা পাটেলকে ওয়েস্টার্ন পোশাক পরতে দেন না। আর আমিশাও লক্ষ্মী মেয়ের মতো বন্ধুর আদেশ মেনে নেন। তাহলে কী সত্যিই সঞ্জুর কথামতো আমিশা ওয়েস্টার্ন পোশাক পরেন না। কিংবা পর্দায় যে দেখা গেছে সেসব কী?
সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা নিয়ে মুখ খুলেছেন আমিশা প্যাটেল। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ সম্পর্কের আদ্যোপান্ত। বলেছেন, ‘সঞ্জুর বাড়িতে গেলে শর্টস বা ওয়েস্টার্ন পোশাক পরার অনুমতি নেই’। মূলত আমিশা প্যাটেলের পোশাক নিয়ে বন্ধু সঞ্জয় দত্ত খুবই রক্ষণশীল! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।
আমিশা বলেন, ‘সঞ্জু-র সঙ্গে সম্পর্ক এমন যে, আমার জন্মদিন তার বাড়িতে উদযাপন হয়। সে আমাকে নিয়ে খুবই রক্ষণশীল। সব সময় আমার সুরক্ষা নিয়ে ভাবে। তার বাড়িতে আমাকে সব সময় শাড়ি বা সালোয়ার কামিজ পরে যেতে হয়। কখনোই আমার শর্টস এবং ওয়েস্টার্ন পোশাক পরে যাওয়ার অনুমতি নেই। সঞ্জু বলে যে, আমি নাকি এ ইন্ডাস্ট্রির (বলিউড) জন্য নই, কারণ আমি খুবই সরল। সে প্রায়ই বলে, আমি তোমার বিয়ে দেব, আমি ছেলে খুঁজে দেব, আমি কন্যা দান করব।’
তিনি আরও বলেন, ‘আসলে সঞ্জু আমার ভালো চায়। আমাকে পছন্দ করে, তাই আমার প্রতি রক্ষণশীল মনোভাব তার। এটাকে আমি পজেটিভলি দেখি।’
এদিকে বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না আমিশা প্যাটেলকে। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘গদর ২’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় তিনি সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন। বক্সঅফিসে সুপারহিট হয়েছিল সিনেমাটি। এরপর নায়িকার অন্য কোনো সিনেমায় অভিনয়ের খবর আসেনি। হৃত্বিক রোশনের বিপরীতে ‘কহো না প্যায়ার হে’ সিনেমা দিয়ে বিটাউনে পা রাখেন আমিশা প্যাটেল। এরপর ইন্ডাস্ট্রির সব সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে, সঞ্জয় দত্তকে আগামীতে ‘হাউসফুল-৫’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘সন অফ সরদার-২’ সিনেমায় দেখা যাবে।