Logo
Logo
×

বিনোদন

দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত করে ফেলেছেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৬:৩৬ পিএম

দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত করে ফেলেছেন আলিয়া

বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের ঘর আলোকিত করে এক কন্যা সন্তান এসেছে। নাম রাহা, বর্তমানে আড়াই বছরে পা রেখেছে সে। 

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের মিষ্টি ছবি শেয়ার করেন আলিয়া। রাহাকে বড় করার সঙ্গে সঙ্গে এ অভিনেত্রী নিজের দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আলিয়া। 

মেয়ের নাম রাখা প্রসঙ্গে গল্প করতে করতে অভিনেত্রী সেই কথা বলেন। 

মেয়ের নাম ‘রাহা’ রাখার কারণ জানিয়ে আলিয়া বলেন, রাহা শব্দের অর্থ আনন্দ ও শান্তি। রাহা তাদের সংসারে আনন্দ ও শান্তি এ দুটি বিষয়ই নিয়ে এসেছে। এ আলাপের এ পর্যায়ে আলিয়া জানান, তার দ্বিতীয় সন্তানেরও নাম নাকি চূড়ান্ত করা হয়ে গেছে।

রণবীরপত্নী আরও বলেন, বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পরিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই ছেলে ও মেয়ে, উভয় নামই ঠিক করে রাখতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারি, তাই সন্তানের জন্মের আগেই নাম ভেবে রাখতে বলেছিলাম। বিভিন্ন রকমের নাম সবাই ভাগ করে নিয়েছিলেন। তবে আমাদের একটা নাম খুব পছন্দ হয়েছিল। যদিও সেটা ছেলেদের নাম।

রণবীরের মা নীতু কাপুর বেছে নেন রাহা নামটি। তবে এর পাশাপাশি আরও একটি নাম বেছে রেখেছেন আলিয়া ও রণবীর। আগামী দিনে পুত্র সন্তানের জন্ম দিলে, সেই নামই বেছে নেবেন বলে সাক্ষাৎকারে জানান আলিয়া।

প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। এর কয়েক মাসের মধ্যে এ দম্পতি জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম হয় রাহার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম