Logo
Logo
×

বিনোদন

আমিশা প্যাটেলকে সালোয়ার-কামিজ পরতে বাধ্য করতেন সঞ্জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম

আমিশা প্যাটেলকে সালোয়ার-কামিজ পরতে বাধ্য করতেন সঞ্জয়

ছবি: সংগৃহীত

বলিউডে দীর্ঘপথ পেরিয়ে এসেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। একসময় পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সে ‘সিঙ্গেল’ অভিনেত্রী। তবে একসময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। একে অপরের কাছের বন্ধু ছিলেন তারা। তবু মনোমালিন্যের কারণে ছেদ পড়ে সেই ঘনিষ্ঠ বন্ধুত্বে। 

আমিশার বিয়ে দিতে চেয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে সেই আর হয়ে ওঠেনি। যদিও আমিশাকে নিয়ে খুবই স্পর্শকাতর ছিলেন অভিনেতা। এমনকি আমিশাকে ছোট পোশাক পরার অনুমতি দিতেন না তিনি। এর নেপথ্য কারণ জানালেন অভিনেত্রী।

ঘটনাটা আমিশার জন্মদিনের। সঞ্জয়ের বাড়িতে অভিনেত্রীর জন্মদিনের পার্টি। ছোট পোশাকে সেখানে হাজির হন আমিশা। পছন্দ না হওয়ায় আমিশাকে আধুনিক পোশাক বদলে সালোয়ার-কামিজ পরতে বাধ্য করেন অভিনেতা। আমিশা বলেন, সঞ্জয় আমার পরিবারের মতো। খুব কাছের। আমার বিষয়ে ভীষণ স্পর্শকাতর। সবসময় আমাকে আগলে রাখে। আমাকে সবসময় বলত— এই ইন্ডাস্ট্রি আমার জায়গা নয়। আমার সারল্য নিয়ে চিন্তিত থাকত। 

তিনি আরও বলেন, আমাকে বরাবরই ছোট ভাবত। শুধু বলত— তোর আমি বিয়ে দেব। তবে ২০ বছর কেটে গেছে একটা ছেলে খুঁজে পায়নি। ও বলেছিল— আমার কন্যাদান করবে। তবে মুখে এখন যা-ই বলুন না কেন, সঞ্জয়ের তার প্রতি অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা এবং অধিকারবোধই আমিশার সঙ্গে ঝামেলার কারণ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম