Logo
Logo
×

বিনোদন

‘লেডি সুপারস্টার’ নামে আপত্তি নয়নতারার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

‘লেডি সুপারস্টার’ নামে আপত্তি নয়নতারার

জনপ্রিয়তার নিরিখে তারকাদের নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে যায়। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন থেকে ‘বাদশাহ’ শাহরুখ, ভাইজান সালমান থেকে খিলাড়িখ্যাত অক্ষয় কুমার— তালিকাটা দীর্ঘ। আর এভাবেই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে তার ভক্ত-অনুরাগীরা নাম দিয়েছেন— ‘লেডি সুপারস্টার’। আর এ নামেই অভিনেত্রীকে সম্বোধন করতে পছন্দ করেন তার অনুরাগীরা। তবে এ বিষয়টি মোটেই ভালোভাবে নেননি অভিনেত্রী। আপত্তি জানিয়েছেন নয়নতারা।

সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন দক্ষিণী এ 'লেডি সুপারস্টার'। এক্স হ্যান্ডলে নয়নতারা জানিয়েছেন, এরপর থেকে তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়। অভিনেত্রী লিখেছেন— আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।

একই সঙ্গে নয়নতারা জানিয়েছেন, যে কোনো বিশেষণ ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনো-কখনো তা অভিনেত্রীকে তার কাজ ও প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে। 

নয়নতারা বলেন, ভবিষ্যৎ সবসময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।

উল্লেখ্য, নয়নতারাকে দর্শকরা এর পর ‘টেস্ট’ সিনেমায় দেখতে পাবেন। ওটিটির জন্য নির্মিত সিনেমাটির মুক্তির দিন এখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি একাধিক নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম