
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
অস্কারে হ্যালি বেরি ও অ্যাড্রিয়েন ব্রডি’র অপ্রত্যাশিত মুহূর্ত

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:০৮ পিএম

আরও পড়ুন
অস্কারের ২০২৫ সালের লাল গালিচা অতীতের এক প্রতীকী মুহূর্তের সাক্ষী হয়ে রইল, যখন হ্যালি বেরি এবং দুইবারের অস্কার বিজয়ী অ্যাড্রিয়েন ব্রডি দুই দশকেরও বেশি সময় আগে একাডেমি পুরষ্কার থেকে তাদের অবিস্মরণীয় চুমুর পুনরাবৃত্তি করলেন! লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যখন মারিও লোপেজের সঙ্গে কথা বলছিলেন ব্রডি, তখনই আচমকা এই কান্ডটি করে বসেন হ্যালি বেরি।
৫৮ বছর বয়সী এ অভিনেত্রী ব্রডির দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা চ্যাপম্যানকে কাছে ডেকে নিয়ে বলেন, ‘আমি দুঃখিত জর্জিনা, কিন্তু আমাকে এটা করতেই হবে’। এরপরপরই ব্রডিকে কাছে টেনে নিয়ে একটি আবেগঘন চুম্বন করেন, যা সবাইকে ২০০৩ সালে ফিরিয়ে নিয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই ক্যামেরা ঘুরে যায় তাদের দিকে, আর পর্দায় উপস্থিতির অসংখ্য চোখ!
চুমুর পর হ্যালি আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘এই মুহূর্তটির জন্য আমি দুই দশক ধরে অপেক্ষা করেছি।’ তবে হ্যালি বেরির এই অপেক্ষা কিংবা চুমু কিন্তু কোনো প্রেমঘটিত বিষয় নয়। মূলত একুশ বছর আগে প্রথমবার অ্যাড্রিয়েন ব্রডি প্রথম অস্কার পান। সেদিনের মঞ্চেও উপস্থিত ছিলেন হ্যালি বেরি। তখনই তিনি ব্রডিকে বলেছিলেন, ‘আবারও তুমি সেরা হবে’। আর সেটার অপেক্ষায় কেটে গেছে দুই দশকেরও বেশি সময়।
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ব্রডি। আর অস্কারের রেড কার্পেটে চুমু দিয়ে সেটাই উদযাপন করেছেন হ্যালি বেরি। অস্কারের আসরে তিনি স্মরণ করেন, দুই দশক আগে কীভাবে ‘দ্য পিয়ানোস্ট’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতার পর ব্রডি তাকে অপ্রত্যাশিত চুম্বন দিয়ে চমকে দিয়েছিলেন। আর সেটাই তিনি এই সময়ে এসে ফেরত দিয়েছেন।
‘পাশার দান কীভাবে উল্টে গেল! তেইশ বছর ধরে আমি সেটার অপেক্ষা করছি। তাকে (অ্যাড্রিয়েন ব্রডি) লালগালিচায় পুরস্কার হাতে দেখবো, তারপর পাওনা ফেরত দেব! ওটা ছিল তার জন্য এবং আমার জন্যও এক অসাধারণ রাত। তার মুহূর্তের অংশ হতে ... আজ রাতে আমাকে তার প্রতিদান দিতে হয়েছিল’, বলেছেন হ্যালি।