Logo
Logo
×

বিনোদন

ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম

ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও অটুট তার মনোবল। কঠিন অস্ত্রোপচারের পরও ছাড়েননি অভিনয়। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চাও করছেন।  সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় হিনা। জীবনের সুখ-দুঃখ থেকে শুরু সাধারণ ঘটনা সবকিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। 

এদিকে শরীরে ক্যানসারের মতো রোগ নিয়েই রোজা পালন করছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ইফতারের পূর্ব-মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করেছেন হিনা। 

ক্যাপশনে লিখেছেন, রমজান মোবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরি টু ইফতারের জার্নি। আলহামদুলিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রাখবেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত। 

পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। 

ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছেন হিনা। রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা। 

ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করছি। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন, আপনারা সবাই কেমন আছেন? 

কঠিন অস্ত্রোপচারের পর হাঁটতেও পারতেন না হিনা। সেই পথ অতিক্রম করা মোটেই সহজ ছিল না। জিমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি। 

প্রসঙ্গত, গুগল সার্চে প্রথম ১০-এর তালিকায় রয়েছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। একজন অভিনেত্রীর কাছে এটি নিঃসন্দেহে দারুণ খবর। কর্মক্ষেত্রে এটা একটি অ্যাচিভমেন্ট। কিন্তু হিনার কাছে এটা সেইরকম কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার নয় বা বিরাট প্রাপ্তিও নয়। হিনার মতে, তিনি ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত বলেই গুগল সার্চে প্রথম ১০-এর তালিকায় রয়েছেন। 

এক পোস্টে হিনা জানিয়েছিলেন, তিনি যদি ক্যানসার আক্রান্ত না হতেন তাহলে এই তালিকায় হয়তো তার নাম থাকতো না।  সেই সঙ্গে আরও লিখেছেন, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে কাউকে যেন কোনোদিন এভাবে গুগল সার্চে প্রথম ১০-এ থাকতে না হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম