এবারের অস্কার মঞ্চের কিছু মুহূর্ত, যা স্মরণীয় হয়ে থাকবে

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
অস্কারের মঞ্চ কেবলই পুরস্কার দেওয়া নেওয়ার উৎসব নয়। এই উৎসবটিকে ঘিরে তৈরি হয় নানা মুহূর্ত, যা চিরস্মরণীয় হয়ে থেকে যায়। তেমনই কিছু মুহূর্ত তৈরি হয় সদ্য অনুষ্ঠিত ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় অস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যেকবারের মতো এবারও সিনেমাপ্রেমীদের পাখির চোখ ছিল অস্কারের মঞ্চ। অস্কার দেওয়া-নেওয়ার পাশাপাশি আর কী কী ঘটে সেই রাতে?
শুরুতেই আরিয়ানা গ্র্যান্ড ও সিনথিয়া ইরিভো-র চমক
আগেই ঘোষণা করা হয়েছিল যে, অস্কারের রাতে একটি গান গাইবেন দুই আমেরিকান গায়িকা আরিয়ানা গ্র্যান্ড ও সিনথিয়া ইরিভো। বলাই বাহুল্য, তাদের মনোনীত ছবি ‘উইকেড’ ছবির গানই তারা গেয়েছেন। এই ছবির জন্য তারা দু’জনেই মনোনয়ন পেয়েছিলেন। তবে এখানেই থেমে থাকেননি আরিয়ানা ও সিনথিয়া। তারা শ্রদ্ধা জানিয়েছেন এল ফ্র্যাঙ্ক বাউমের বই থেকে তৈরি সিনেমা ‘দ্য উইজার্ড অফ ওজ’কেও।
শঁ বেকারের কৃতিত্ব
এবার সর্বাধিক অস্কার ছিনিয়ে নিয়েছে ‘অ্যানোরা’ ছবিটি। একাই চারটি অস্কার পেয়েছেন ছবির পরিচালক শঁ বেকার — সম্পাদনা, পরিচালনা, মৌলিক গল্প ও সেরা পিকচার। এই অনন্য কৃতিত্বের অধিকারী হয়ে ওয়াল্ট ডিজনিকেও টেক্কা দিয়েছেন শঁ।
মাইকি ম্যাডিসনের জয়
‘অ্যানোরা’ ছবির মুখ্য নায়িকা মাইকি ম্যাডিসনের জন্য এই রাত ছিল মনের রাখার মতো। তবে ২৫ বছর বয়সি অভিনেত্রীর হাতে পুরস্কার ওঠার আগে যখন এমা স্টোন তার নাম ঘোষণা করেন, তিনি ভীষণই অবাক হয়ে যান। এর আগে বাফটা অ্যাওয়ার্ড জিতেছেন ম্যাডিসন। এবারের অস্কারে সকলে ধরেই নিয়েছিলেন ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতবেন ডেমি মোর। তেমনটা হয়নি দেখে ম্যাডিসন নিজেও চমকে যান। দু’হাত দিয়ে মুখ চেপে বিস্ময় প্রকাশ করেছেন ম্যাডিসন। ক্যামেরা তাক করে রেখেছিল তাকে।
ফলে সেই প্রতিক্রিয়া লেন্স বন্দি হয়েছে। তার পর সহ-অভিনেতাকে আলিঙ্গন করে যমজ ভাইয়ের তৈরি করে দেওয়া বক্তৃতার পাতা বের করে পড়তে শুরু করেন ম্যাডিসন। মুহূর্তটিকে ‘সারিয়াল’ বলে ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।
হতাশ করে হুলু
অস্কার বিতরণীর সময় হুলু লাইভ হচ্ছিল। সেরা অভিনেত্রীর নাম ঘোষণা হওয়ার ঠিক আগে একটি বার্তা আসে জায়েন্ট স্ক্রিনে - ‘পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। লাইভ ইভেন্ট শেষ হয়েছে। এবার আপনারা অন্য কিছু দেখতে পারেন।’ অনুষ্ঠান শুরুর আগে সাবস্ক্রিইবারদের স্ট্রিমিং দেখতে অসুবিধা হয়েছিল। তা নিয়ে তারা রিপোর্ট জানিয়ে সমস্যার কথা বলেও ছিলেন। তারপর সোশ্যাল মিডিয়ায় বার্তা জানিয়ে বলেছিলেন, ‘বিষয়টার তদাকরি করা হচ্ছে। আশা করছি, সব সমস্যা মিটে যাবে।’
সাপোর্টিং অভিনেতাদের অপমান
এবার সাপোর্টিং চরিত্রে মনোনীত বিভাগের ক্লিপিংস দেখায়নি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এতে খানিক অপমানিত বোধ করেছেন সেরা সাপোর্টিং রোলে মনোনীত অভিনেতারা।