
ছবি: সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে নদী’তে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়কে। সেই সময় থেকেই দর্শকদের দারুণ পছন্দের তাদের জুটি।
এরপর ২০২৩ সালে তাদের আবারো একসঙ্গে দেখা যায়, তবে সেটা বড় পর্দায়। মুক্তি পেয়েছিল শহরের উষ্ণতম দিনে। এবার আসছে সেই সিনেমারই সিক্যুয়েল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনিন্দিতা (শোলাঙ্কি) এবং ঋতবান (বিক্রম)-এর জীবনের গতি কোন দিকে বাঁক নিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প।
প্রতিবেদনে আরও বলা হয়, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুরু হবে সিনেমার শুটিং। তবে এ বিষয় মন্তব্য করতে চাননি দু’জনের কেউই।
২০২৫ সালে এক গুচ্ছ ছবির শুটিং রয়েছে বিক্রমের। ‘রাস’, ‘মৃগয়া’ এবং ‘দুর্গাপুর জংশন’ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘রান্না বাটি’র শুটিং শেষ করলেন শোলাঙ্কি।
এরপরই ‘শহরের উষ্ণতম দিনে’র সিক্যুয়েলের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। এখানেই শেষ না এই বছর নাকি ‘পারিয়া টু’-এরও শুটিং শুরু করবেন বিক্রম।