Logo
Logo
×

বিনোদন

পার্শ্বচরিত্রে অস্কার জিতলেন কিরান ও জোয়ি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:৫৭ এএম

পার্শ্বচরিত্রে অস্কার জিতলেন কিরান ও জোয়ি

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ভোরে বসেছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। আর এ অস্কার সঞ্চালনা করছেন কোনান ও’ব্রায়েন। সেখানে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন এবং সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।

এবার অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে।—এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। 

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে কিরান যে অস্কার জিতবেন, তা প্রায় সব সমালোচকই অনুমান করেছিলেন। একই অবস্থা পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর ক্ষেত্রেও। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জোয়ি সালডানা। ফলে তার পুরস্কার জেতাটাও অনুমিতই ছিল। কিরান ও জোয়ি—দুজনই এ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন।

প্রায় দুই যুগের ক্যারিয়ার কিরান কালকিনের। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে যায়। নির্মাতারা যেমন তাকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন তিনি ।

অন্যদিকে পুরস্কার গ্রহণ করে নিজের পরিবারকে অস্কার উৎসর্গ করেন জোয়ি। নিজেকে অভিবাসীর গর্বিত সন্তান বলেও অভিহিত করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম