Logo
Logo
×

বিনোদন

সাইকো কিলাররূপে ধরা দেবেন মিষ্টি জান্নাত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম

সাইকো কিলাররূপে ধরা দেবেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন তিনি। দীর্ঘদিন পর এবার কাজের খবরে আসলেন এ নায়িকা, ফিরেছেন শুটিংয়ে। তবে বড় পর্দার সিনেমা নয়, নতুন একটি ওটিটি কনটেন্টের কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। 

‘সাইকো’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের শুটিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন মিষ্টি। এতে তাকে একজন সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে। ফিল্মটি নির্মাণ করছেন মাহফুজ রহমান রাজ। 

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, তার মধ্যে অন্যতম এই ওয়েব ফিল্ম। এখানে ভিন্ন এক চরিত্রে অভিনয় করছি, যা আমার জন্যও নতুন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, মিষ্টি অভিনীত সিনেমার মধ্যে উল্লেখ্যযোগ্য ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’। এদিকে নতুন সিনেমায় অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। 

মিষ্টি জান্নাত বলেছেন, একাধিক নির্মাতার সঙ্গে কথা হয়েছে। ব্যাটে বলে মিলে গেলে কাজ করবো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম