Logo
Logo
×

বিনোদন

কে এই বাংলাদেশি তরুণ গায়ক, যার গানে মুগ্ধ অরিজিৎ সিং

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

কে এই বাংলাদেশি তরুণ গায়ক, যার গানে মুগ্ধ অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিত সিং।  যার কণ্ঠের জাদুতে মোহিত হন কোটি কোটি সঙ্গীতপ্রেমী।  সেই তিনিই এবার মুগ্ধ হলেন বাংলাদেশি এক তরুণ গায়কের গানে। 

কে এই বাংলাদেশি তরুণ? জানা গেছে নাম তার এনজেল নূর। সঙ্গীত জীবনে অরিজিৎকে নিজের আইকন মানেন তিনি।  অরিজিতের বহু গান কভারও করেছেন নূর। বছরখানেক আগে তার প্রথম গান ‘যদি আবার’ ইউটিউবে মুক্তি পায়। 

গানটি অরিজিৎকে এতটাই মুগ্ধ করেছে যে, নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। লিখেছেন, ‘কী দারুণ গান!’

অরিজিতের এই প্রশংসায় উচ্ছ্বসিত এনজেল নূর। শুধু উচ্ছ্বসিতই নন, নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং! এখন আমি কাঁদব।

এদিকে অরিজিৎ শেয়ার দিতেই গানটি শুনতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। ফলে নূরের ইউটিউবে দর্শকসংখ্যাও দ্বিগুণ হয়েছে। ফেসবুকের ‘দ্য অরিজিটিয়ান্স’ গ্রুপে নূরের গান শেয়ার করে ভক্তরা লিখছেন, সংগীত ভাষার গণ্ডিতে আটকে থাকে না, সে অনুভূতির কথা বলে।

বৃহস্পতিবার সকালে খবরটি শোনার পর এনজেল নূর প্রথমে ভেবেছিলেন, প্রাইভেট অ্যাকাউন্টটি ভুয়া। পরে নিশ্চিত হয়েছেন, অ্যাকাউন্টটি অরিজিৎ নিজেই চালান। 

২০২২ সালে কোক স্টুডিও পাকিস্তানের ‘পাসুরি’ গানটি কাভার করেছিলেন নূর। গানটির জন্য শ্রোতাদের প্রশংসা পেয়ে তিনি তার ফেসবুক পেজ খোলেন এবং নিয়মিত গান কাভার করতে থাকেন। এর মধ্যে ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘সাগরের তীর থেকে’-এর মতো পুরোনো গানের কাভারও ছিল। 

পুরোনো গান কাভারের বিষয়ে গণমাধ্যমের কাছে নূর বলেন, গানগুলো আমার হৃদয়ে দাগ কেটে গেছে। মনে হয়েছিল, এই গানগুলো আমাদের প্রজন্মের শ্রোতাদের শোনা উচিত। সেই ভাবনা থেকেই আমি এগুলো কাভার করেছি।

চার বছর ধরে তিনি বিভিন্ন শিল্পীর গান কভার করেছেন। এরপর ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ‘যদি আবার’ নামে তিনি একটি গান লেখেন। নিজেই গানটিতে সুর দেন নূর। ২৮ ডিসেম্বর ফেসবুকে খালি গলায় গাওয়া গানটির ভিডিও প্রকাশের পর তা ব্যাপক প্রশংসা লাভ করে। 

এরপরই তিনি সিদ্ধান্ত নেন, ‘যদি আবার’ গানটি রেকর্ড করে প্রকাশ করবেন। গত বছরের ১৪ জানুয়ারি মৌলিক গানটি ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করেন, যা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ পর্যন্ত ইউটিউবে গানটি ২১ লাখেরও বেশি বার শোনা হয়েছে এবং প্রায় ৩ হাজার মন্তব্য জমা পড়েছে।

গান ছাড়াও অভিনয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এনজেল নূর। ২০১৯ সালে ‘ফির লে আয়া দিল’ গানটি প্রকাশের পর তিনি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলি’ সিনেমায় অভিনয় করেছেন। 

জানা গেছে, আরও চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নূর। এর মধ্যে একটি তামিল সিনেমা, একটি কলকাতার সিনেমা এবং দুটি ঢালিউড সিনেমার শুটিং শুরু করবেন।

এনজেল নূরের পুরো নাম জুলফিকার নূরী এনজেল। তার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। তিনি বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন এবং দুবছর আগে স্নাতক সম্পন্ন করেছেন।

এছাড়া শিগগিরই তিনি তার দ্বিতীয় মৌলিক গান ‘তিল’ প্রকাশ করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম