Logo
Logo
×

বিনোদন

শাকিবের যে রূপ আগে কেউ দেখেনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ এএম

শাকিবের যে রূপ আগে কেউ দেখেনি

ফাইল ছবি

ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র ট্রিজার মুক্তি পেয়েছে। এ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে। 

এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রিজারের এ ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ংকর রূপ। ট্রিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়—আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না।

শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার। সব মিলিয়ে দর্শকরা এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন ।

এদিকে শাকিব খান ছাড়াও রয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। আর এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। 

উল্লেখ্য, ১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে 'বরবাদ'। আর এ সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল। এটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম