Logo
Logo
×

বিনোদন

‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার সেরা বন্ধু’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার সেরা বন্ধু’

প্রেমের সম্পর্ক নাকি যত গোপন রাখা যায় তত শক্ত থাকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব মনে হয় এই কথাতেই বিশ্বাসী ছিলেন। নাহলে এক বা দুই নয়, ১৩ বছরের সম্পর্ককে আড়ালে রাখেন! একেবারে বিয়ের পরেই তারা তাদের সম্পর্ক নিয়ে অনুভূতি শেয়ার করেছেন। 

দিন তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন চৌধুরী তার অনুভূতি শেয়ার করেছিলেন। এবার আদনান আল রাজীবও নিজের অনুভূতি শেয়ার করলেন তার ফেসবুকে। 

স্ত্রী মেহজাবীনের একটি ছবি এবং তাদের তোলা প্রথম সেলফি শেয়ার করে রাজীব লিখেছেন, আমি একজন সাধারণ মানুষ। শিল্প সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি। দেখতে এবং প্রতিভায় আমি সরল। তবুও কোনো না কোনোভাবে ঈশ্বর আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন। আমি মনে করি তিনি আমার প্রতি অনুগ্রহ করেন এবং এখন তিনি আমাকে তোমাকে দিয়েছেন যা সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু। চিরকাল এখানেই থাকো মেহজাবিন চৌধুরী।

মেহজাবীন চৌধুরী এবং আদনান আল রাজীবের প্রায় ১৩ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পায় ১৪ ফেব্রুয়ারি। এদিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের নীড় গড়া। ২০১২ সাল থেকে এই যুগলের প্রেমের শুরু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম