Logo
Logo
×

বিনোদন

হাসপাতাল থেকে ফিরেই ঝড় তুললেন শাকিরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

হাসপাতাল থেকে ফিরেই ঝড় তুললেন শাকিরা

কলম্বিয়ান পপতারকা শাকিরা গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কয়েকটি কনসার্ট স্থগিত করতে হয়। তিনি শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন হাসপাতালে। তবে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন এই পপসম্রাজ্ঞী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজ দেশ কলম্বিয়ার রাজধানী শহরে পারফর্ম করেন তিনি।

গত বছর মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবামওমেন ডোন্ট ক্রাই এনিমোর সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সি এই তারকা। এদিন বোগোটার মঞ্চে চিরচেনা রূপেই হাজির হন শাকিরা। নাচে-গানে রীতিমতো ঝড় তোলেন এই গায়িকা।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে শাকিরা এই কনসার্ট ট্যুর শুরু করেন। তবে মাঝে পেরুসহ দুটি কনসার্ট মিস হয় তার।

এদিকে বৃহস্পতিবার রাতে পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হবে কলম্বিয়াপর্ব। এরপর চিলি আর্জেন্টিনায় পারফর্ম করবেন শাকিরা। আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে এই ট্যুর। সূত্র: এএফপি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম