Logo
Logo
×

বিনোদন

দক্ষিণ এশিয়ার সেরা অভিনেত্রী পাকিস্তানের ইয়োমনা জাইদি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

দক্ষিণ এশিয়ার সেরা অভিনেত্রী পাকিস্তানের ইয়োমনা জাইদি

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়োমনা জাইদি।  নাটকে দারুণ সাফল্যের পর মনোযোগ দেন সিনেমায়। এবার সিনেমাতেও করলেন বাজিমাত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জিতে পাকিস্তানি বিনোদন জগতকে নিয়ে গেলেন এক অন্য উচ্চতায়। 

ফ্লোরিডার সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৫ এর সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন ইয়োমনা জাইদি। উৎসবে পাকিস্তানি সিনেমা ‘নায়াব- নাম ইয়াদ রাখনা’ শ্রেষ্ঠ ফিচার ফিল্ম পুরস্কারের জন্য নির্বাচিত হয়। একই সঙ্গে সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন জাইদি। 

এর আগে সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে দুটি সম্মানজনক পুরস্কার লাভ করে। 

‘নায়াব- নাম ইয়াদ রাখনা’ সিনেমাটি গত বছরের ২৬ জানুয়ারি মুক্তি পায়।  সিনেমাটিতে একজন নারী ক্রিকেটারের গল্প তুলে ধরা হয়েছে, যিনি পুরুষ আধিপত্য ক্রিকেট জগতে তার লিঙ্গের কারণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন।  খেলার প্রতি তার নিরলস ভালোবাসা এবং জয়লাভের পথে বাধা-প্রতিবন্ধকতা মোকাবিলার কাহিনীগুলো অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করা হয়েছে।

সিনেমাটিতে ইয়োমনা জাইদি নাম ভূমিকায় অভিনয় করেন। 

ইয়োমনা জাইদির এমন সম্মাননা পাকিস্তানি সিনেমার প্রতি নতুন করে বৈশ্বিক আকর্ষণ তৈরি করেছে। একই সঙ্গে অভিনেত্রীর ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার এ অর্জন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম