Logo
Logo
×

বিনোদন

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, প্রথম প্রেমিক প্রসঙ্গে প্রভা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, প্রথম প্রেমিক প্রসঙ্গে প্রভা

ছোটপর্দার আলোচিত-সমালোচিত লাস্যময়ী অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা।  দুই দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, অসাধারণ কিছু বিজ্ঞাপনেও নজর কেড়েছেন। পাশাপাশি অভিনেত্রীর প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোড়ন সৃষ্টি হয়নি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে রূপসজ্জাবিষয়ক প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন প্রভা। হাতে নতুন কোনো কাজ নেই। তবে নিয়মিত বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানে সদর্প উপস্থিতি লক্ষণীয়।  সবকিছু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রভা। সেখানে ছিল তার স্বাবেক ও বর্তমান প্রেমের সম্পর্কের আলোচনাও। 

সাম্প্রতিক সময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করা মনোজ প্রামাণিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছিল। 

সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে।

প্রভা জানান, মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চাউর হওয়ার কারণে তাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়।

সাক্ষাৎকারের একপর্যায়ে নিজের প্রেমের সম্পর্ক নিয়েও অকপট কথা বলেছেন প্রভা। তিনি বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। সেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোরগলায় অস্বীকার করেছি, সেগুলো গুজবই ছিল।

অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন আর একসঙ্গে থাকা হয়নি।

এ সময় নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রভা।  প্রথম প্রেমিকের সঙ্গে তার এতো বাজে অভিজ্ঞতা যে তাকে প্রাক্তন বলতেও নারাজ তিনি। 

তিনি বলেন, আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।

তবে অভিনেত্রীর প্রাক্তন যে তার সঙ্গে সবকিছু খারাপ করেছে এমন না, তাদের ভালো কিছু স্মৃতিও রয়েছে।  

প্রাক্তন প্রসঙ্গে প্রভা আরও বলেন, ‘প্রাক্তন’ শব্দটা আমার ভীষণ প্রিয়। মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে ছিল, এটা করেছে, ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম