Logo
Logo
×

বিনোদন

ক্যারিয়ারে কেন পিছিয়ে পড়ছেন দীঘি?

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম

ক্যারিয়ারে কেন পিছিয়ে পড়ছেন দীঘি?

শিশুশিল্পী হিসাবে বেশ সুনাম কুড়ালেও ‘নায়িকা’ প্রার্থনা ফারদিন দীঘি যেন পুরোটাই ব্যর্থ। ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় দীঘির। এটি মুক্তি পায় ২০২১ সালে। প্রথম সিনেমা দিয়েই নিজের নামের সঙ্গে ব্যর্থতার তকমা লাগান এ অভিনেত্রী। এরপর একাধিক সিনেমা করলেও দেখেননি সাফল্যের মুখ। 

সিনেমার অভিনয়শিল্পী দোয়েল ও সুব্রত চক্রবর্তীর মেয়ে দীঘি। শিশু বয়সেই বিজ্ঞাপনের মধ্য দিয়ে পরিচিতি পান। প্রথম সিনেমা করেন কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। 

২০০৮ সালে ‘এক টাকার বউ’ ও ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমার জন্যও শিশুশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার পান। 

বলা যায় শিশুশিল্পী হিসাবে দীঘি দর্শক হৃদয় জয় করতে পেরেছিলেন। কিন্তু নায়িকা দীঘি কেন বারবার পিছিয়ে পড়ছেন? 

নায়িকা হিসাবে এরইমধ্যে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। এদিকে নির্মাতার সঙ্গে দ্বন্দ্ব ও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়ছেন এ অভিনেত্রী। একাধিকবার এমন ঘটনার পুনরাবৃত্তি দীঘির ক্যারিয়ার কি হুমকির মুখে ফেলে দিচ্ছে? 

নায়িকা হিসাবে দীঘিকে প্রথম সিনেমায় সুযোগ দেন ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমার ট্রেলার নিয়ে এ নির্মাতার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন দীঘি। সেসময় এ অভিনেত্রীকে নিয়ে সমালোচনা কম হয়নি। এরপর নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ থেকেও বাদ পড়েছিলেন তিনি। সেসময়ও একই কাণ্ড ঘটিয়ে সমালোচনার পাত্রী হন। সম্প্রতি একই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল। 

বছরের শুরুতেই এক জানুয়ারি ‘টগর’ নামে একটি সিনেমার টিজার প্রকাশ হয়। টিজারে চিত্রনায়ক আদর আজাদ ও দীঘিকে দেখা যায়। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, টগর নামের এ সিনেমাটিতে জুটি বাঁধতে চলেছেন তারা। কিন্তু দুই মাসের মাথায় প্রযোজনা সংস্থা থেকে নতুন মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে দীঘিকে। পোস্টারে দীঘির জায়গায় দেখা যাচ্ছে পূজা চেরীকে। 

প্রযোজনা সংস্থা বলছে, আদরের সঙ্গে পূজাকে জুটি করেই নির্মাণ হতে যাচ্ছে সিনেমা ‘টগর’। তবে ‘টগর’ সিনেমার পরিচালক দিঘীকে নিয়ে করেছেন বিস্তর অভিযোগ। 

একের পর এক সিনেমা থেকে বাদ পড়া নিয়ে দীঘি কি তাহলে চিন্তিত? যদিও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে দীঘির হাতে মুক্তির অপেক্ষায় রয়েছে মাত্র একটি সিনেমা। ‘জংলি’ নামে একটি সিনেমায় তাকে দেখা যাবে। এতে তিনি নায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন। আসছে ঈদে এম রাহিম পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া আপাতত কোনো সিনেমার কাজ করছেন না দীঘি, এমনটাই জানা গেছে। 

তবে তিনি ব্যস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও শো-রুম উদ্বোধনের কাজে। মাঝে ওটিটির কয়েকটি কনটেন্টে তাকে দেখা গেলেও, সেখানেও নিয়মিত নন এ অভিনেত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম