Logo
Logo
×

বিনোদন

‘পুষ্পা’ দেখে বিগড়ে গেছে স্কুলশিক্ষার্থীরা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

‘পুষ্পা’ দেখে বিগড়ে গেছে স্কুলশিক্ষার্থীরা!

দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার দুই কিস্তি। শুধু দক্ষিণেই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসও অনেকাংশে ভেঙে দিয়েছেন আল্লু। 

গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটি অনেক আয়ের রেকর্ড ভেঙেছে। আয় করেছেন ১২শ কোটি রুপিরও বেশি। কিন্তু এ পুষ্পা দেখেই নাকি স্কুল পড়ুয়ারা বেশ বিগড়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভারতের এক স্কুল শিক্ষক! তার মতে, এটি শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে! 

হায়দরাবাদের ইউসুফগুড়ার একজন স্কুল শিক্ষিকা শিক্ষা কমিশনের সঙ্গে শিশুদের ওপর গণমাধ্যমের প্রভাব সম্পর্কে এক আলোচনায় ‘পুষ্পা’র নেতিবাচক প্রভাব নিয়ে আওয়াজ তুলেছেন। 

শিক্ষিকা তার হতাশা প্রকাশ করে বলেন, বাচ্চাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখে তিনি অনুভব করেছেন যে, তিনি একজন প্রশাসক হিসাবে ব্যর্থ হয়েছেন। তারা এমন চুলের স্টাইল নিয়ে আসে যা অসহনীয় এবং তারা খুব অশ্লীলভাবে কথা বলে। আমরা কেবল শিক্ষার ওপর মনোযোগ দিই এবং এসব বিষয় উপেক্ষা করি।

 

তার অভিযোগ, ‘পুষ্পা’র কারণে অর্ধেকেরও বেশি শিক্ষার্থীর পড়া নষ্ট হয়ে গিয়েছে। বেসরকারি স্কুলগুলোও একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। 

শিক্ষক এ পরিস্থিতির জন্য গণমাধ্যমকেও দোষারোপ করে বলেন, আমরা যখন তাদের বাবা-মাকে এ বিষয়ে কথা বলতে বলি, তখনও তারা কোনো পাত্তা দেয় না। আপনি তাদের শাস্তিও দিতে পারবেন না কারণ তখন তারা আত্মহত্যা করতে পারে। এই সবকিছুর জন্য আমাকে গণমাধ্যমকে দোষ দিতে হবে।

শিক্ষকের মন্তব্যসমেত একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর এটি নিয়ে বেশ সোচ্চার হয়েছেন অনেকে। কেউ কেউ একমত যে, পুষ্পার মতো সিনেমা বাচ্চাদের নষ্ট করে। আবার কেউ কেউ ‘স্যার’র মতো সিনেমার কথা উল্লেখ করেছেন, যেখানে একজন শিক্ষককে খুব ভালো এবং সৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম