Logo
Logo
×

বিনোদন

অস্কারে ইতিহাস গড়ার অপেক্ষায় লিসা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

অস্কারে ইতিহাস গড়ার অপেক্ষায় লিসা

চলতি বছর অস্কারে ইতিহাস তৈরি করতে চলেছেন ব্ল্যাকপিঙ্কের লিসা। হলিউড সিনেমার মর্যাদাপূর্ণ এ আসরে প্রথম কে-পপ শিল্পী হিসাবে পরিবেশনা করবেন তিনি।  

অস্কার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে অভিনয় করবেন। এর মাধ্যমে, লিসা তার একক ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক অর্জন করবেন। লিসার এ অভিষেক বিশ্ব কে-পপ শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে। কারণ লিসাই হচ্ছেন প্রথম কে-পপ তারকা, যিনি অস্কারের কাঙ্ক্ষিত মঞ্চে পরিবেশনা করবেন। 

নতুন গান ‘বর্ন অ্যাগেইন’-এর একটি মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে লিসার সঙ্গে আরও যোগ দেবেন দুই আমেরিকান গায়ক দোজা ক্যাট এবং রে-ও। গানটি তার আসন্ন একক স্টুডিও অ্যালবাম ‘অলটার’র প্রাক-প্রকাশের সময় এসেছিল। এটি তাৎক্ষণিকভাবে ভক্তদের প্রিয় হয়ে ওঠে এবং বিলবোর্ড হট ১০০-এ ৬৯ নম্বরে স্থান করে নেয়। এ ছাড়াও অন্যান্য বিলবোর্ড চার্টের মধ্যে গ্লোবাল এক্সক্লুসিভ-এ ১২ এবং গ্লোবালা ২০০-এ ২২ নম্বরে রয়েছে। ‘অলটার’ মুক্তি পাবে আগামীকাল। 

লিসা মনে করছেন, অস্কারে পরিবেশনা কেবল তার সংগীত ক্যারিয়ারকেই নয়, তার অভিনয় জীবনকেও সাহায্য করবে।

গত বছর ব্ল্যাকপিঙ্ক মাকনে রকস্টারের মাধ্যমে টপচার্টের শীর্ষে উঠে এসেছিল। এরপর নিউ ওম্যান এবং মুনলিট ফ্লোর দিয়েও বাজিমাৎ করেছেন। 

লিসার  প্রথম পূর্ণ অ্যালবামের এ তিনটি গানই বিশ্বব্যাপী সংগীত চার্টে শীর্ষে রয়েছে, যা তাকে বিশাল বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন লিসা ‘অলটার’র মাধ্যমে তার সাফল্যের ধারা বজায় রাখতে পারবেন কিনা তা দেখার জন্য। এটি কেবল তার প্রথম একক পূর্ণ অ্যালবামই নয়, বরং তার নতুন এজেন্সি এললাউড-এর অধীনে প্রথম বড় প্রকাশও হবে।

এদিকে অভিনয় ক্যারিয়ার নিয়েও সচেতন লিসা। সম্প্রতি এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস সিজন ৩’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। এতে তাকে একজন থাই হোটেল মালিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। নিজ চরিত্রে উৎরেও গিয়েছেন লিসা। চিত্তাকর্ষক অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। 

ভক্তরা মন্তব্য করেছেন, পর্দায় প্রথমবারের মতো অভিনয় করা সত্ত্বেও কে-পপ তারকা তার শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। তার ন্যাচারাল অভিনয় গল্প এবং অন্য অভিনেতাদের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। 

অনেকেই মনে করেন, লিসার অভিনয় ক্যারিয়ার গড়ার পাশাপাশি গায়িকা হিসাবে তারকাখ্যাতি অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত।

উল্লেখ্য, ৯৭তম অ্যাকাডেমি পুরস্কার ২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। অস্কারে লিসার পারফর্মেন্সের সঠিক সময় এখনো প্রকাশ করা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম