Logo
Logo
×

বিনোদন

অজয়ের সঙ্গে দেখা না হলে কাকে বিয়ে করতেন কাজল, জানালেন নিজেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ এএম

অজয়ের সঙ্গে দেখা না হলে কাকে বিয়ে করতেন কাজল, জানালেন নিজেই

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সুপারস্টার শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব প্রবল। ক্যারিয়ারে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয়ও করেছেন। ব্যক্তিজীবনে কাজল বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগনকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, অজয় দেবগনের সঙ্গে দেখা না হলে কী আপনি শাহরুখকে বিয়ে করতেন? কাজলের উত্তরটা ছিল বেশ মজাদার। আর সেটাই সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কাজল উত্তর দিয়েছিলেন, ‘তার (শাহরুখ) কি প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ছিল না?’ আরেক ভক্ত জিজ্ঞেসা করেছিলেন, ‘অজয় ও শাহরুখের মধ্যে তার পছন্দের সহ-অভিনেতা কে? 

উত্তরে কাজল বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করে।’ আরও, যখন তাকে তার প্রথম ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কাজল প্রকাশ করেছিলেন, এটি আসলে তার অভিনেতা-স্বামী অজয় দেবগন। ‘আমার প্রথম ক্রাশকে বিয়ে করেছি!’ বলেছেন কাজল। 

প্রশ্ন রাখা হয়েছিল, আপনার স্বামী যখন আপনার বাচ্চাদের আপনার চেয়ে বেশি ভালোবাসেন তখন আপনি কি ঈর্ষান্বিত হন? অভিনেত্রীর জবাব, কখনও কখনও, কিন্তু সে তাই করে’। 

শাহরুখ খান এবং কাজল বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘বাজিগর’ উপহার দিয়েছেন। অন্যদিকে অজয় দেবগন এবং কাজল ‘তানহাজি’, ‘ইশক’, ‘দিল কেয়া কারে’সহ আরও কিছু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম