Logo
Logo
×

বিনোদন

শ্রাবন্তী শুধু ভালো নায়িকাই নয়, অসাধারণ অভিনেত্রী: প্রসেনজিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ এএম

শ্রাবন্তী শুধু ভালো নায়িকাই নয়, অসাধারণ অভিনেত্রী: প্রসেনজিৎ

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তিনি ত্রিশের অধিক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। 

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘মায়ার বাঁধন’ ছবিতে তার মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা। পরে ২০২৩ সালে বুম্বাদা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন। 

আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরানী’ সিনেমাতে শ্রাবন্তীর বিপরীতে জুটি বেঁধেছেন। তবে এখানে তারা ঠিক নায়ক-নায়িকা নন। এ সিনেমায় ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে। আর শ্রাবন্তী হচ্ছেন ‘দেবী চৌধুরানী’। 

সম্প্রতি একটি পাবলিক স্টেজ শোয়ে সেই কথাই উঠে এসে টালিপাড়ার ‘বুম্বাদা’র মুখে। শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলেই সম্বোধন করেন অভিনেতা। শ্রাবন্তীর কাঁধ ধরে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন, অনেক দিন আগে 'মায়ার বাঁধন' বলে একটা ছবি হয়েছিল, তাতে ও আমার মেয়ে হয়েছিল। আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি 'কাবেরী অন্তর্ধানে' ও আমার নায়িকা হয়েছিল।

বুম্বাদা বলেন, আগামী মে মাসে আমাদের একটা সিনেমা রিলিজ হচ্ছে। সেই সিনেমাটি বঙ্কিমবাবুর লেখা 'দেবী চৌধুরানী'র কথা আপনারা নিশ্চয়ই জানেন। তাতে দেবী চৌধুরানী সেজেছে আমার মেয়ে শ্রাবন্তী। আর আমি ভবানী পাঠক।

এদিন স্টেজে উঠেই প্রসেনজিতের পা ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী। পাল্টা তাকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন প্রসেনজিৎ।

শ্রাবন্তীর প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, আরও একটা কথা বলব— ও সামনে আছে বলে নয়; আমি মনে করি ওদের যে প্রজন্ম, তাতে শ্রাবন্তী একজন শুধু ভালো নায়িকাই নয়, ও একজন অসাধারণ অভিনেত্রী।

সিনেমায় শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখা যাবে নিশির ভূমিকায়। দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম