Logo
Logo
×

বিনোদন

সালমানের মোহে হলিউড থেকে এসে বিপাকে পড়েছিলেন যে নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

সালমানের মোহে হলিউড থেকে এসে বিপাকে পড়েছিলেন যে নায়িকা

সালমানের সঙ্গে জুটি বাঁধতে কার না আগ্রহ। একবার সিনেমা করতে পারলেই হিট। তাই তো ভাইজানকে আইডল মানেন অনেকে। অনেক অভিনেত্রীর বলিউডে যাত্রা শুরু তার হাত ধরেই। বড় পর্দায় সালমান খানের সঙ্গে ছবি আসা মানেই সিনেমাহলে ভক্তদের উপচেপড়া ভিড়। তবে ভাইজানের একটি ছবির জন্য ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অনেকে। সেই ছবি বক্স অফিসে মাত্র ২ কোটি টাকার ব্যবসা করেছিল।

সালমানের সঙ্গে জুটি বাঁধতে হলিউড থেকে ছুটে এসেছিলেন এক অভিনেত্রী। নিজ দেশ ও হলিউডের সবকিছু ছেড়ে অভিনেত্রী এসেছিলেন সালমান খানের সঙ্গে কাজ করার ইচ্ছায়। 

ছবির নাম ছিল ‘ম্যারিগোল্ড’। সালটা ছিল ২০০৭। অভিনেত্রীর নাম ছিল আলি লেটার। ছবি পরিচালনা করেছিলেন উইলার্ড ক্যারল। ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নন্দনা সেন।

ছবির কাহিনী ছিল- ম্যারিগোল্ড নামে এক আমেরিকান মেয়ে ছিল এই ছবির কেন্দ্র। মেয়েটি ছবির শুটিং করতে ভারতে আসেন। কিন্তু ছবির কাজটাই বন্ধ হয়ে যায়। এমন সময় ভারতে কাজ খোঁজা শুরু করেন তিনি। প্রথমে সঙ্গীত নির্ভর একটি ছবিতে কাজ পান। সর্বশেষ এক নাচ প্রশিক্ষকের প্রেমে পড়েন ওই মেয়ে। 

ম্যারিগোল্ডের সেই চরিত্রে অভিনয় করেছিলেন আলি লেটার। আর নৃত্য প্রশিক্ষক প্রেম রাজপুতের চরিত্রে অভিনয় করেছিলেন সালমন খান। কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।

এদিকে ছবিটি ফ্লপ হওয়ার পরে আমেরিকার পরিচালক উইলকার্ড ক্যারল নির্মাতার কাজ ছেড়ে দিয়েছিলেন বলে জানা যায়। বিখ্যাত এ নির্মাতা এক সময় ‘প্লেয়িং বাই হার্ট’, ‘টমস্ মিডনাইট গার্ডেন’ এর মতো সিনেমা তৈরি করেছেন তিনি। কিন্তু ‘ম্যারিগোল্ড’-এর পরে আর কোনও ছবি তৈরি করেননি তিনি। 

এমনকি ছবির জন্য চিত্রনাট্য লেখা বা প্রযোজনাও বন্ধ করে দিয়েছিলেন নির্মাতা। অন্যদিকে, এই ছবির পরে বলিউডে আর কোনও কাজ করেননি অভিনেত্রী আলি লেটার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম