Logo
Logo
×

বিনোদন

যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবং তার বাগদত্তা জনাথন ডাভিনো তাদের বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। চলতি বছরের মে মাসে বিয়ের পরিকল্পনা করা হলেও, সুইনি ও ডাভিনো তাদের ব্যস্ত ক্যারিয়ারের কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

টিএমজেড এবং অন্যান্য মিডিয়া সূত্রে জানা গেছে, কাজের চাপই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন দুজনেই।

২৭ বছরের সুইনি ও ৪১ বছরের ডাভিনো গত তিন বছর ধরে এনগেজড ছিলেন। কিন্তু তাদের ব্যস্ত শিডিউলের কারণে বিয়ের আয়োজন চূড়ান্ত করা কঠিন হয়ে পড়ছিল। 

‘ইউফোরিয়া’ তারকা সুইনি একবার এন্টারটেইনমেন্ট টুনাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কাজে খুব খুব ব্যস্ত! আমি একেবারেই একজন কাজপাগল। আর এটা আমি ভালোবাসি, সত্যিই ভালোবাসি’।

বর্তমানে সুইনির অভিনীত একাধিক সিনেমা প্রযোজনা ও শুটিং পর্যায়ে রয়েছে। যা তাকে বিয়ের পরিকল্পনা থেকে দূরে রাখছে।

সম্পর্ক ও গুঞ্জন

এই জুটি প্রথমবার আলোচনায় আসে ২০১৮ সালে। তবে সেই সময় সম্পর্ক নিয়ে কোনো কথা না বললেও ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। সুইনিকে ওই সময়েই প্রথমবার একটি হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। যা নিয়ে পরে পিপল ম্যাগাজিন নিশ্চিত করে যে, তারা এনগেজড।

সম্প্রতি সুইনি তার ‘Anyone But You’ সহ-অভিনেতা গ্লেন পাওয়েলের সঙ্গে রসায়ন নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয়েছে। তবে সুইনি ও ডাভিনো তাদের সম্পর্ক নিয়ে সবসময়ই দৃঢ় থেকেছেন।

বিয়ের ভবিষ্যৎ পরিকল্পনা

যদিও তারা এখনো নতুন তারিখ ঘোষণা করেননি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সুইনির ব্যস্ত শিডিউলই মূল বাধা।

সুইনি এক সাক্ষাৎকারে বলেন, ‘কোনো মেয়েই তার বিয়ের জন্য Pinterest বোর্ড তৈরি করে না? – যা ইঙ্গিত দেয় যে, তিনি অচিরেই বিয়ের পরিকল্পনায় আগ্রহী।

ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে ইচ্ছুক এই অভিনেত্রী সম্প্রতি কসমোপলিটান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন শেয়ার করতে চাই। কিন্তু সোশ্যাল মিডিয়া আমার জন্য মূলত অপেশাদার প্ল্যাটফর্ম’।

বিয়ের পরিকল্পনা আপাতত স্থগিত থাকলেও, তাদের সম্পর্ক এখনো শক্তিশালী রয়েছে এবং উভয়ই নিজেদের ক্যারিয়ারে মনোযোগী থাকছেন বলেই মনে করছেন তাদের ভক্ত-সমর্থকরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম