Logo
Logo
×

বিনোদন

অ্যামাজনের নিয়ন্ত্রণে ‘জেমস বন্ড’, ০০৭ তারকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

অ্যামাজনের নিয়ন্ত্রণে ‘জেমস বন্ড’, ০০৭ তারকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বিশ্বজুড়ে জনপ্রিয় হলিউড সিরিজ সিনেমা ০০৭ খ্যাত ‘জেমস বন্ড’। এই সিরিজ সিনেমার দীর্ঘদিনের প্রযোজক মাইকেল জি উইলসন এবং বারবারা ব্রোকলি এখন আর সিরিজটির সৃজনশীল নিয়ন্ত্রণে নেই। বরং এর নিয়ন্ত্রণ এখন অ্যামাজনের হাতে। 

যা নিয়ে সম্প্রতি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক বন্ড তারকা টিমোথি ডাল্টন।

রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাল্টন বলেন, ‘আমি খুবই বিস্মিত ও হতবাক হয়েছি। বারবারা ব্রোকলি একজন অসাধারণ নারী ও চমৎকার প্রযোজক। তার বাবা কাবি ব্রোকলিও দারুণ একজন ব্যক্তি ছিলেন। যার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল এবং আমি তাকে খুবই পছন্দ করতাম’।

কিংবদন্তি প্রযোজক কাবি ব্রোকলি সম্পর্কে বন্ড তারকা আরও যোগ করেন, তিনি ছিলেন এই প্রকল্পের প্রধান ভিত্তি। তার অনুমতি ছাড়া কিছুই ঘটত না। এখন সেই দৃঢ় নেতৃত্ব আর নেই, যা সত্যিই দুঃখজনক।

পাশাপাশি ডাল্টন আশা প্রকাশ করেন যে, বন্ড ফ্র্যাঞ্চাইজিটি বিভিন্ন সময়ে বিভিন্ন দিক পরিবর্তন করলেও মূল ধারার আকর্ষণ অক্ষুণ্ণ রয়েছে। আমি আশা করি, অ্যামাজন সেটাকে ধরে রাখবে এবং আমাদের সেই ধরণের সিনেমা উপহার দেবে, যা মানুষকে উত্তেজনা ও আনন্দ দেয়।

সাক্ষাৎকারের শেষদিকে ০০৭ অভিনেতা আরও বলেন, ‘আমি তাদের জন্য শুভকামনা জানাই। তারা অবশ্যই অনেক টাকা আয় করার চেষ্টা করবে। তবে আশা করি, তারা ভালো সিনেমাও তৈরি করবে’।

১৯৪৬ ‍সালের ২১ মার্চ যুক্তরাজ্যের ওয়েলসে জন্মগ্রহণ করা এই অভিনেতার পুরো নাম টিমোথি লিওনার্ড ডাল্টন।

ওয়েলসে জন্ম হলেও টিমোথি ডাল্টন বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন এবং রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস (RADA)-তে ভর্তি হন। এরপর তিনি বার্মিংহাম রিপার্টরি থিয়েটারে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে মঞ্চ থেকে টেলিভিশন ও সিনেমার দিকে অগ্রসর হন।

জেমস বন্ড হিসেবে ক্যারিয়ার

টিমোথি ডাল্টন ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত জেমস বন্ডের দুটি চলচ্চিত্রে অভিনয় করেন।  চলচ্চিত্র দুটি হলো- The Living Daylights (1987) এবং Licence to Kill (1989)।

ডাল্টনের বন্ড চরিত্রটি ছিল আরও বাস্তববাদী, গাঢ় ও সিরিয়াস। অনেক সমালোচকের মতে, তার অভিনয়ের ধরন ইয়ান ফ্লেমিং-এর আসল উপন্যাসের চরিত্রের সবচেয়ে কাছাকাছি ছিল। তবে তার সময়ের বন্ড চলচ্চিত্রগুলো বাণিজ্যিকভাবে সফল হলেও, তিনি মাত্র দুটি সিনেমায় অভিনয়ের পর চরিত্রটি ছেড়ে দেন। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম