Logo
Logo
×

বিনোদন

কাকে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহমেদ আলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম

কাকে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহমেদ আলী

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহমেদ আলী আকবর ও ইনফ্লুয়েন্সার মাহাম বাতুল।অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে একাধিক ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে খোশ মেজাজে ধরা দিয়েছেন এ তারকা জুটি। একে অপরকে মালা পরিয়ে দিচ্ছেন। এরপর অপলক দৃষ্টিতে আহমেদ আলী তাকিয়ে রয়েছেন মাহামের দিকে।  

আহমেদ আলী আকবর তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয় জীবন, আমার ঘরের শান্তি।’ তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতের অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

মাত্র তেরো বছর বয়সে পিটিভির নাটক ‘স্টপ ওয়াচ’ -এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন আহমেদ আলী আকবর। ২০১৩ সালের চলচ্চিত্র ‘সিয়াহ’তে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

হাম টিভির সবচেয়ে বড় হিট নাটক ‘পরিজাদ’-এ নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন। এই নাটকের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসসহ একাধিক পুরস্কার জিতেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম