Logo
Logo
×

বিনোদন

সারা আলির গাড়ি বিলাস, সংগ্রহে রয়েছে চমকপ্রদ বৈচিত্র্যও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

সারা আলির গাড়ি বিলাস, সংগ্রহে রয়েছে চমকপ্রদ বৈচিত্র্যও

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান নিজের অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য বেশ পরিচিত। কিন্তু তার গাড়ির সংগ্রহেও রয়েছে চমকপ্রদ বৈচিত্র্য! বিলাসবহুল গাড়ির পাশাপাশি তিনি ব্যবহার করেন সাধারণ ও সাশ্রয়ী মূল্যের গাড়িও। চলুন দেখে নেওয়া যাক সারা আলি খানের গাড়ির সংগ্রহ।

সাধারণের মধ্যেও স্বাচ্ছন্দ্য-মারুতি অল্টো ক১০

সারা বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তার সংগ্রহে থাকা মারুতি অল্টো ক১০ সেটিই প্রমাণ করে। ২০২১ সালে নিবন্ধিত এ হ্যাচব্যাকটি তিনি শহরের ট্রাফিকে চলাচলের জন্য ব্যবহার করেন। মারুতি অল্টো এখন আর বাজারে নেই, তবে নতুন অল্টো ক১০ মডেলের দাম শুরু হয় প্রায় ৪.২০ লাখ টাকা থেকে।

শক্তি আর স্টাইলের সংমিশ্রণ-জি ওয়াগন (এ৩৫০ফ)

সাধারণ অল্টো থেকে সরাসরি লাফ দিয়ে আসা যাক মার্সিডিজ বেঞ্জ এ৩৫০ফ, যা জি ওয়াগন নামেই বেশি পরিচিত। ২০২০ সালে নিবন্ধিত এই গাড়িটির দাম ৩.০৭ কোটি থেকে ৪.৭৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এ বিলাসবহুল ঝটঠ মাত্র ৪.১ সেকেন্ডে ০-১০০ কিমি./ঘণ্টা গতি তুলতে পারে!

দ্বিতীয় হাতে হলেও ভালোবাসার সিআর-ভি

সংগ্রহে থাকা আরও একটি গাড়ি হলো হোন্ডা সিআর-ভি। তবে এটি তার প্রথম কেনা গাড়ি নয়, বরং তিনি এ গাড়ির দ্বিতীয় মালিক। ২০২০ সালে হোন্ডা সিআর-ভি ভারতে বন্ধ হয়ে যায়, তবে এটি এখনো গাড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। এর ১.৬-লিটার ডিজেল ইঞ্জিন ১২০ বিএইচপি এবং ৩০০ এনএম টর্ক উৎপাদন করে।

পরিবারের গাড়ি হলেও ব্যবহারে এগিয়ে-জিপ কম্পাস

সারার সংগ্রহে থাকা শেষ গাড়িটি হলো জিপ কম্পাস। যদিও এটি তার মা অমৃতা সিংয়ের নামে নিবন্ধিত, তবে সারা আলি খানকেই এটি চালাতে বেশি দেখা যায়। কম্পাসের বর্তমান বাজারমূল্য ২৫.০৮ লাখ থেকে ৩৯.১২ লাখ টাকা পর্যন্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম