Logo
Logo
×

বিনোদন

দিতিকন্যা লামিয়ার ওপর হামলা, যা বলল প্রতিপক্ষ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম

দিতিকন্যা লামিয়ার ওপর হামলা, যা বলল প্রতিপক্ষ

ঢালিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে গতকাল শনিবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বে দুর্বৃত্তের হামলার শিকার হন। সোনারগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। 

এ হামলায় আহত হন চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি। বাড়িতে হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে জড়িয়ে পালটাপালটি অভিযোগ করেছে উভয়পক্ষ।

দিতির ভাই আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে আমার ছোটভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।

এদিকে চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রীতি বলেন, দীর্ঘ ৭ বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ও আমার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশান অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে পূর্বনির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়িতে বসে আমার জমি মেপে দেওয়ার সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার ওপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায়বিচার করার জন্য গেছেন, কোনো জমিদখলের জন্য যাননি বলে জানান তিনি।

অন্যদিকে চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া বলেন, প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। 

পরে সামাজিকমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লামিয়া লিখেছেন— আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই? 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমি সেখানে কোনো দলীয় পরিচয়ে নয়, স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া না কি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সঙ্গে নিয়ে সোনারগাঁও আসছে। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছে। কোনো জমিদখলের সঙ্গে আমরা কেউ জড়িত নই।

সোনারগাঁও থানার ওসি এমএ বারী বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আমাকে ফোনে জানায়— ওই এলাকায় জমিসংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। আমি পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে শুনতে পেলাম বিষয়টি চিত্রনায়িকা দিতির পারিবারিক বিষয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম