Logo
Logo
×

বিনোদন

মেহজাবীনের বিয়ের তারিখ ও ভেন্যু সম্পর্কে যা জানা গেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

মেহজাবীনের বিয়ের তারিখ ও ভেন্যু সম্পর্কে যা জানা গেল

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন- এমন খবর শোবিজ অঙ্গনের কম-বেশি সবারই জানা। যদিও দুজনের কেউ-ই এ সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তাদের দুজনের ঘুরতে যাওয়ার রোমান্টিক ছবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা যেত।

এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন। 

কয়েক বছর আগে হঠাৎই গুঞ্জন ওঠে, কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। সেই বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে এবার, এমনও গুঞ্জন চলছে সামজিক যোগাযোগমাধ্যমে।

তবে জানা গেছে, লুকিয়ে বিয়ে করছেন না মেহজাবীন। চলতি মাসেই বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবে।  

জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার (২৩ ফেব্রুয়ারি) হবে মেহজাবীনের গায়ে হলুদ। একই ভেন্যুতে পরদিন অর্থাৎ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসবে বিয়ের আসর।

মেহজাবীনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

এদিকে, গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন এই লাস্যময়ী। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী।’ এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। গত ১৯ জানুয়ারিতে শেষ হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।  

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম