Logo
Logo
×

বিনোদন

অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা ‘দরদ’ পরিচালনা করেছেন অনন্য মামুন। এ সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। সিনেমার প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

‘দরদ’ সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করা হলেও ভারতে মুক্তি না পাওয়ায় বেশ সমালোচিত হন নির্মাতা অনন্য মামুন ও সিনেমাসংশ্লিষ্টরা। এমনকি এটি যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও এখনো ভারতে মুক্তি পায়নি ‘দরদ’।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলার কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এ সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করলেও সিনেমাটি এতদিন ভারতেই মুক্তি পায়নি। অবশ্য এ নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে।

কথা ছিল বাংলাদেশে মুক্তির দিনেই ভারতেও মুক্তি পাবে ‘দরদ’। কিন্তু কয়েক দফা তারিখ বদল হয়। অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের এ সিনেমাটি।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানিয়েছে, মুক্তির তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে— ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে ‘দরদ’, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম