Logo
Logo
×

বিনোদন

বিচ্ছেদের পর সাবেক স্বামী রহমানের উদ্দেশে যে বার্তা দিলেন সায়রা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

বিচ্ছেদের পর সাবেক স্বামী রহমানের উদ্দেশে যে বার্তা দিলেন সায়রা

গত বছরের শেষ দিকে ভারতের জনপ্রিয় সুরকার সঙ্গীত প্রযোজক ও শিল্পী এআর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন সায়রা বানু। তার পর থেকে রহমানকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়, শোনা যায় পরকীয়ায় জড়িয়েছেন সুরকার। সেই সময় স্বামীর হয়ে ময়দানে নামেন সায়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘সব ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি, রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। তার কোনো দোষ নেই। তার মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।’ এ বার গুরুতর অসুস্থ সায়রা পাশে পেলেন সেই রহমানকেই। কৃতজ্ঞতা জানিয়ে কী লিখলেন স্ত্রী?

সায়রার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বন্দনা লেখেন, ‘কিছু দিন আগেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সায়রা রহমানকে। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার। এমন এক কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র লক্ষ্য। রহমানের সাবেক স্ত্রীর সঙ্গে অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তার স্ত্রী শাহিদারও সুসম্পর্ক রয়েছে। ওই বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন, লস অ্যাঞ্জেলেসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এআর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম