Logo
Logo
×

বিনোদন

তানিয়ার সঙ্গে বিয়ের ছবি ভাইরাল, যা বললেন শামিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

তানিয়ার সঙ্গে বিয়ের ছবি ভাইরাল, যা বললেন শামিম

ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসান।  অনেক দিন ধরে গুঞ্জন চলছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে নিয়ে। 

অভিনেত্রী অহনার পর শামীম নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তানিয়ার সঙ্গে। 

শোনা যায়, আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া! এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি! যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা!

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি দেন শামিম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামিম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন।  এই তারকাদের নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন অনেকেই। 

এই যখন অবস্থা তখন চর্চার লাগাম টানলেন শামিম নিজেই। 

শামিম হাসান তার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

এদিকে কেউ কেউ অবশ্য বিষয়টি বুঝতে পেরেছিলেন। আর অভিনেতার মন্তব্যের পর এ নিয়ে মুখ খুলেছেন তারা। তাইতো একজন লিখেছেন, এটা আগেই বুঝেছিলাম। এ জন্য বুদ্ধি করে অভিনন্দন জানাইনি। একই মন্তব্য অবশ্য আরও কয়েকজন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম