Logo
Logo
×

বিনোদন

শুটিংয়ের সময় যে কারণে কেঁদেছিলেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

শুটিংয়ের সময় যে কারণে কেঁদেছিলেন রাশমিকা

‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যপট অনুযায়ী রণবীর কাপুর রাশমিকা মান্দানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারণা করেছেন। হঠাৎ রাশমিকার চোখে পানি এসেছিল। কিন্তু ছবির শুটিং সেটেও রণবীরের কারণে রাশমিকার চোখে পানি এসেছিল। তবে সেই সময় শুটিং চলছিল না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের সময় নাস্তা পছন্দ হয়নি রাশমিকার। অভিনেত্রী বলেন, ‘খুব বিরক্তিকর নাস্তা ছিল আমার। এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম আমি।’

রাশমিকার ভাষ্য, ‘পরের দিন দেখি রণবীর আমার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা করেছিল। কী মিষ্টি! নিজের রন্ধনশিল্পীকে দিয়ে ওই সমস্ত রান্না করিয়েছিলেন তিনি।’

রণবীরের এই অভ্যর্থনায় কেঁদেও ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছিল, সেই একই খাবার কীভাবে এত সুস্বাদু হতে পারে। এরপর কৌতুকমিশ্রিত কণ্ঠে রণবীর বলেন, ‘কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?’

উত্তরে রাশমিকা বলেছিলেন, ‘তুমি খুব ভাগ্যবান যে একজন দারুণ রন্ধনশিল্পী রয়েছে তোমাদের। আমাদের তো তা নেই।’ 

এরপর রাশমিকাও রসিকতা করে বলেন, ‘আমরা তো সাধারণ মানুষ, আমরা তো হায়দরাবাদের রন্ধনশিল্পী রাখতে পারি না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম