Logo
Logo
×

বিনোদন

যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় সমাগম মহাকুম্ভ মেলা।  প্রতিদিন কোটি কোটি মানুষের ভিড় করে ত্রিবেণী সঙ্গমে (হুগলি, স্বরস্বতী ও যমুনা নদীর মিলনস্থল) স্নান করছেন। পানিতে ডুব দিয়ে করছেন আরাধনা। তবে ভারতের দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানিয়েছে, এই পানি মোটেও শুদ্ধ নয়, ব্যাকটেরিয়ায় ভরা।

প্রতিষ্ঠানটি জানায়, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের পানি দূষিত। কোটি কোটি মানুষের মল-মূত্র থেকে পানিতে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়া। 

তবে এই দাবি মানতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার পাল্টা দাবি, স্নান তো বটেই, মহাকুম্ভের পানি এতটাই শুদ্ধ যে তা পান করারও উপযুক্ত। এ প্রসঙ্গে এবার যোগীকে একহাত নিলেন বিশাল দাদলানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে যোগীকে চ্যালেঞ্জ জানিয়ে বিশাল বলেন, স্যার, নিন্দুকের কথায় কান দেবেন না। আমরা আপনাকে বিশ্বাস করি। দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানি তুলে পান করুন এবং ক্যামেরাবন্দি করুন সেই দৃশ্য।

এখানেই তিনি যোগীকে ছাড়লেন না। অপর একটি পোস্টে আরও একধাপ এগিয়ে যোগীকে বললেন, আপনি যদি আমাশয়, কলেরা, কৃমি— এই সব কিছুর আশঙ্কা না করেন, তাহলে বুঝতে হবে আপনি বিশেষ ক্ষমতাধারী। দয়া করে আপনি এগিয়ে যান এবং এই নর্দমায় নিজে ও পরিবারকে নিয়ে ডুব দিন।

মহাকুম্ভ সম্পর্কে বিশালের এটাই প্রথম কোনো কটাক্ষ নয়। এর আগে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। 

বিশাল দাদলানি তখন বলেছিলেন, বিতর্কিত মন্তব্যের জন্য সময় রায়না ও রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে সরব হচ্ছে মানুষ। কিন্তু পদপিষ্টের ঘটনায় তেমন প্রতিক্রিয়া নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম