Logo
Logo
×

বিনোদন

‘অনাস্থা দেখানো আমার সত্যি অন্যায় হয়েছে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

‘অনাস্থা দেখানো আমার সত্যি অন্যায় হয়েছে’

বলিউড অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে ক্রাইম থ্রিলার সিরিজ ‘ডাব্বা কার্টেল’। এ সিরিজের মাধ্যমেই ওটিটির আঙিনায় পা রাখছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। নেটফ্লিক্সের নতুন এ সিরিজের ট্রেলার মুক্তি অনুষ্ঠান ছিল গত মঙ্গলবার।

সেই অনুষ্ঠানের শুরুতেই মজার ছলে সিরিজটি করার কারণ উল্লেখ করলেন শাবানা আজমি— এটা পুরোপুরি পারিবারিক বিষয়। শিবানি আখতার এ প্রকল্পের ক্রিয়েটার। ও-ই এই সিরিজে অভিনয় করার আদেশ করেছে। বউমার হুকুম কীভাবে অমান্য করি। আর ছেলে (ফারহান আখতার) যেখানে প্রযোজক।

আলোচিত ‘অঙ্কুর’, ‘মাসুম’, ‘ফায়ার’ সিনেমার এই দাপুটে অভিনেত্রী সাংবাদিকদের সামনে বলেন, আমি স্বীকারোক্তি দিচ্ছি। এই সিনেমার যখন কাস্টিং চলছিল, তখন দুজনকে হটাতে চাইছিলাম। একজন হলেন জ্যোতিকা, আরেকজন এই অনুষ্ঠানে উপস্থিত নেই। সত্যি সত্যি আমি জ্যোতিকাকে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম, অন্য কাউকে কাস্ট করতে চেয়েছিলাম। ওদের (ফারহান-শিবানি) আমি এ কথা বলেছিলাম। কিন্তু ওরা আমার কথা শোনেনি। জ্যোতিকার প্রতি অনাস্থা দেখানো আমার সত্যি অন্যায় হয়েছে। খুব ভালো হয়েছে যে আমার কথা তখন ওরা শোনেনি। তা না হলে জ্যোতিকার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হারাতাম।

৫০ বছরের দীর্ঘ অভিনয়জীবন। সিনেমার জগতে কী কী পরিবর্তন দেখলেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মতে তো কাস্টিং ডিরেক্টরের আবির্ভাব বিশাল বদল এনেছে। তারা হিন্দি সিনেমাকে ক্লিশে এবং তথাকথিত চরিত্র থেকে মুক্ত করেছে। তাই আমরা বেশ কিছু কৌতূহলোদ্দীপক মুখ পেয়েছি, যে মুখগুলো চরিত্রের জন্য যথার্থ। ফলে মূলধারার অভিনেতারা নিজেদের আরও ঘষামাজা করে তাদের মতো হওয়ার চেষ্টা করছেন।

একটা উদাহরণ টানলেন শাবানা আজমি বলেন, আমার দেখা বড় উদাহরণ কর্জ সিনেমার ঋষি কাপুর। সিনেমাটা খুব হিট ছিল। এ সিনেমার গানের দৃশ্যে দেখতে পাবেন, ঋষি কাপুর গিটার বাজাচ্ছিলেন না, শুধু নাড়াচাড়া করছিলেন। কিন্তু  আজকের দিনে তো এটা অসম্ভব। আজকের কোনো অভিনেতা এ রকম করবেন না, পরিচালকও এটা দেখাবে না। আজকের অভিনেতারা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন আর গিটার বাজানো শিখবেন। তার মানে অভিনেতাদের সর্বোপরি উন্নতি হচ্ছে। এখন গল্প মানে শুধু মিষ্টিমুখের ছেলে ও মেয়েকে ঘিরে নয়।

অভিনেত্রী শালিনী পান্ডেকে ‘অর্জুন রেড্ডি’, ‘মহারাজ’-এর মতো সিনেমাতে দেখা গেছে। ‘ডাব্বা কার্টেল’-এ তাকে অন্যতম মূল চরিত্রে দেখা যাবে। এ সিরিজে ‘রাজি’ নামের এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে শালিনী পান্ডে বলেছেন, শুরুর দিকে রাজিকে সাদাসিধে, ঘরোয়া, এক মিষ্টি মেয়ে বলে মনে হবে। কিন্তু গল্পের একপর্যায়ে নানান ঝড়ঝাপটায় ও পুরোপুরি বদলে যায়। এই চরিত্রে অভিনয় করার মাধ্যমে নতুন কিছু জানা ও শেখার সুযোগ পেয়েছি।’ শাবানা আজমির মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করাও তার জন্য বড় পাওয়া। উচ্ছ্বসিত শালিনী বললেন, ‘আমার মা–বাবা শাবানা ম্যাডামের অনেক বড় ভক্ত। আমি ওনার বেশ কিছু ছবি দেখেছি। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য ভাগ্যের ব্যাপার।

মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে শাবানা আজমি ছাড়াও আরও উপস্থিত ছিলেন লিলিট দুবে, জ্যোতিকা, সাই তমহংকার, যিশু সেনগুপ্ত, গজরাজ রাও, ফারহান আখতার, শিবানি আখতার প্রমুখ।

হিতেশ ভাটিয়া পরিচালিত ‘ডাব্বা কার্টেল’ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম