Logo
Logo
×

বিনোদন

নিজে ব্যাচেলর হলেও অন্যদের বিয়ের পরামর্শ দেন সালমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম

নিজে ব্যাচেলর হলেও অন্যদের বিয়ের পরামর্শ দেন সালমান

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চায় থাকেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে নিজের নাম প্রেমসম্পর্কে জড়ালেও বিয়ে পর্যন্ত গড়ায়নি কোনো সম্পর্ক। যদিও অনুরাগীদের আশা— একদিন ঠিক বিয়ে করবেন ভাইজান। কিন্তু বিয়ে নিয়ে নিজে কোনো আগ্রহ না দেখালেও সালমানের জন্যই একাধিক যুগলের চার হাত এক হয়েছে। তেমনই একটি জুটি শিবা আগারওয়াল ও আকাশদীপ সাবির।

সালমানের পরামর্শেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী শিবা। বলি ভাইজানের সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেত্রীর। তাই নিজের হবু স্বামী আকাশদীপ সাবিরের সঙ্গেও সালমানের পরিচয় করিয়ে দিয়েছিলেন শিবা। 

সম্প্রতি সাক্ষাৎকারে শিবা বলেছেন, সালমানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি আকাশকে ওর কাছে নিয়ে গিয়ে বলেছিলাম— একেই আমি বিয়ে করতে চাই। খুব খুশি হয়েছিলেন সালমান।

আকাশের সঙ্গে বেশ কিছু কাজও করেছেন সালমান খান। এ প্রসঙ্গে শিবা বলেন, ভাইজান বলেছিলেন—তুমি যথেষ্ট চেষ্টা করেছ। তোমার জন্য তোমার স্বামী ‘রঙ্গিলা’, ‘মিস চারশ বিশ’-এর মতো ছবি তৈরি করার চেষ্টা করেছিল তো। এবার চুপচাপ বিয়েটা করে নাও তো। সত্যিই সঠিক পরামর্শ দিয়েছিলেন তিনি।

সালমানের পরামর্শ মেনে ১৯৯৬ সালে বিয়ে করেন শিবা। শুধু শিবা নয়; সালমান বহু সম্পর্ক জোড়া লাগিয়েছেন। যদিও ভাইজানের অনুরাগীদের আক্ষেপ— তারকা কি চিরকুমার হয়েই থাকবেন?

উল্লেখ্য, বর্তমানে নিজের আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত ভাইজান। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা। শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী। তাই বিরতি নিয়েছিলেন শুটিং থেকে। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। চলতি বছর ঈদে মুক্তি পাবে সিকান্দার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম