Logo
Logo
×

বিনোদন

এক ছাদের তলায় মদপান সালমান-অভিষেকের!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

এক ছাদের তলায় মদপান সালমান-অভিষেকের!

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেতা অভিষেক বচ্চন— দুই তারকাকে একত্রে দেখা যায় না। কেন দেখা যায় না? তার কারণও প্রায় সবার কাছেই পরিষ্কার। কিন্তু একটা সময়ে নিশিঠেকে একই ছাদের তলায় মদপানে মজতেন তারা। এমনকি তাদের সঙ্গে যোগ দিতেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও। সম্প্রতি বলিউডের এমন নানা অজানা কথা প্রকাশ্যে এনেছেন ডিজে অকিল।

একটা সময়ে মোবাইলের রমরমা ছিল না। কোথাও গেলেই সেলফি তোলার ভিড় জমত না। যখন তখন ক্যামেরাবন্দি হতেন না তারকারা। তাই তারা নির্দ্বিধায় পরস্পরের সঙ্গে জমায়েতে মাততেন। ডিজে অকিল বলেছেন, একটা সময় পর্যন্ত ব্যক্তিগত জমায়েতে আমি গান বাজাতে যেতাম। তার পর নিশিঠেকের পার্টিতে গানবাজানো শুরু করি। এক নির্দিষ্ট নিশিঠেকে বলিউডের বড় বড় তারকারা আসতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালমান খান, অভিষেক বচ্চন, ফারদিন খান, জন আব্রাহাম, হৃতিক রোশন, ডিনো মারিয়াসহ আরও অনেকেই। সিনিয়র ও জুনিয়র দুই বচ্চনই একসঙ্গে পার্টি করতেন মনে আছে। তখন কোনো ক্যামেরা ছিল না।

সামাজিক মাধ্যমের রমরমার পর বন্ধ হয়ে গেছে বলিউডের সেই পার্টি বলে জানান ডিজে অকিল। তিনি বলেন, এখন তারকারা ভয় পান। এখন ওরা নিশিঠেকে প্রবেশ করতেই পারেন না। প্রত্যেকে এখন ওদের সঙ্গে ছবি তুলতে চান। লোকজন ওদের বিরক্ত করেন। মানসিক শান্তি নেই ওদের মধ্যে। কিন্তু আগে এসব বিষয় নিয়ে কাউকে চিন্তা করতে হতো না। ওরা আসতেন, মদপান করতেন, আনন্দ করতেন নির্দ্বিধায়। ওদের ছবির গান বাজালে মনের আনন্দে নাচতেন। বিশেষ করে বাদশাহ শাহরুখ খান, ভাইজান সালমান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিজেদের ছবির গানে নাচতে ভালোবাসতেন।

একসময়ে নিয়মিত শাহরুখের বাড়ির জমায়েতেও গান বাজাতেন ডিজে অকিল। প্রতি রাতে গান বাজিয়ে ৩০-৪০ হাজার টাকা পেতেন বলে জানান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম