Logo
Logo
×

বিনোদন

সুচ দেখলে কেন এতো ভয় বচ্চনকন্যা শ্বেতার, জানালেন অমিতাভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

সুচ দেখলে কেন এতো ভয় বচ্চনকন্যা শ্বেতার, জানালেন অমিতাভ

ছবি: সংগৃহীত

এ মুহূর্তে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে নাকি বিরাট ঝামেলা বচ্চন পরিবারে। সম্প্রতি এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে কারণেই নাকি অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কও ভাঙনের মুখে—এমন গুঞ্জন বলিপাড়ায়। বচ্চন পরিবারের অন্দরের নানা সম্পর্কের সমীকরণ নিয়েই রয়েছে নানা মুনির নানা মত। কখনো শ্বেতা বচ্চন নিজেই বলেছেন বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সঙ্গে তাদের (ভাইবোনের) সমীকরণের কথা। আবার কখনো নাতনি নব্য নভেলি নন্দের অনুষ্ঠানে এসে জয়া ঘোষণা করেছেন— ছেলে অভিষেক নয়, মেয়ে শ্বেতা বচ্চনই তার কাছে বেশি আপন। 

এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র মঞ্চে জানালেন ভিন্ন কথা— বেঁধে রাখতে হয় মেয়ে শ্বেতাকে, না হলেই পালিয়ে যায় সে। কিসে এমন ভয় বচ্চনকন্যার?

আসলে শ্বেতা নাকি সুচ দেখলে বড্ড ভয় পান। তাই ইনজেকশন নিতে চান না, দৌড়ে পালিয়ে যান। বিগবি অমিতাভ তার অনুষ্ঠানে এক প্রতিযোগীকে জানান, নারীরা নাকি সুচ দেখলে ভয় পান। যদিও সেটে উপস্থিত নারীরা অসম্মতিসূচক মাথা নাড়েন তারকার মন্তব্যে। বলি শাহেনশাহ বলেন, আমার মেয়ে সুচ দেখলেই দৌড়ে পালিয়ে যায়। আসলে এমন সময় ওকে একেবারে বেঁধে রাখতে হয়। কারণ বড্ড ভয় পায় সে।

কথোপকথনের সূত্রপাত হয় সুচমুক্ত সিরিঞ্জ সম্পর্কিত একটি প্রশ্ন দিয়ে। প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয়েছিল— এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটির গবেষকরা ইনজেকশনের জন্য সুচমুক্ত শক সিরিঞ্জ তৈরি করেছেন। তখনই অমিতাভকন্যা শ্বেতার ইনজেকশনের ভয়ের কথা প্রকাশ্যে আনেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম