Logo
Logo
×

বিনোদন

সাইফকাণ্ডের পর ভয়ে বাসা ছাড়লেন সাবেক স্ত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

সাইফকাণ্ডের পর ভয়ে বাসা ছাড়লেন সাবেক স্ত্রী

কিছু দিন আগেই ঘটে গেছে পতৌদি পরিবারের নবাব বলি অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরি হামলার ঘটনা। মধ্যরাতে তারকার বাড়িতে প্রবেশ করেছিলেন এক দুষ্কৃতকারী। উদ্দেশ্য ছিল ডাকাতি। কিন্তু অভিনেতা বাধা দিতেই পালটা হামলা করেছিলেন তিনি। ঘটনায় সাইফের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এর মধ্যেই বড় বদল এলো অভিনেতার সাবেক স্ত্রী  অভিনেত্রী অমৃতা সিংয়ের জীবনে।

ঠিকানা বদল করছেন অমৃতা সিং। মুম্বাইয়ের বিলাসবহুল এলাকায় নতুন বাসস্থান কিনলেন তিনি। পশ্চিম ভিলে পার্লে এলাকায় পেনিনসুলা বিল্ডিংয়ের পাঁচতলায় একটি ফ্ল্যাট কিনেছেন অমৃতা। 

জানা যাচ্ছে, অমৃতার এই নতুন বাসস্থানের দাম ১৮ কোটি টাকা। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাড়ি কেনার সব প্রয়োজনীয় নথিসংক্রান্ত কাজ মিটিয়েছেন তিনি। ৯০ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন তিনি। এই বাড়িটি আয়তনে ২৭১৩ বর্গফুট। প্রতি বর্গফুটের দাম ৬৬,৩৫৯ টাকা। তবে নতুন বাসস্থানে ঠিক কবে থেকে তিনি থাকা শুরু করবেন, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ১৫ জানুয়ারি সাইফের বাড়িতে হামলা করেছিলেন শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনার তিন দিনের মাথায় তিনি পুলিশের জালে ধরা পড়েন। কিন্তু মুম্বাই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আগামী দিনে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখবেন কিনা, তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল সাইফকে।

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন—এখন লোকজন আমাকে বলছেন, নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে ঘুমানো উচিত। কিন্তু আমার মনে হয় না— আমি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখব। আমার জীবনযাপনে কোনো পরিবর্তন হবে না। আর আমার কোনো ঝুঁকি রয়েছে বলেও মনে হয় না। এটা একটা ডাকাতির ঘটনা ছিল মাত্র। আমার চেয়ে বরং ওই গরিব মানুষটার (অভিযুক্ত শরিফুল ইসলাম) জীবনটা নষ্ট হয়ে গেল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম