Logo
Logo
×

বিনোদন

আমরা তো আর ১২-১৪ বছরের কচি খুকি নই, আমাদের বয়স হয়েছে: রুনা খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

আমরা তো আর ১২-১৪ বছরের কচি খুকি নই, আমাদের বয়স হয়েছে: রুনা খান

বিনোদন জগতের ছোটপর্দার মডেল ও অভিনেত্রী রুনা খান বয়স নিয়ে সর্বদাই অকপট বলে দেন বয়স লুকানোর বিষয় না। তার বয়স চল্লিশের কোটায় থাকলেও তা যেন কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি এ অভিনেত্রীর কাছে। প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। শুধু অভিনয়শৈলীতেই নয়, সময়ের সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন রুনা খান।

এ মডেল বলেন, বয়স লুকানো যায় না, আর এটি লুকানোর বিষয়ও না। বয়স উদযাপন করার বিষয়। তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারকার সঙ্গেও তুলনা করা হয় রুনাকে। বিশেষ করে, পঞ্চাশের বর্ষীয়ান অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় তাকে। আর এ বিষয়টিকে ‘বোকা চর্চা’ বলে মনে করেন অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খানকে বলতে শোনা যায়, আমি এর আগেও একবার বলেছি— জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে অর্জন সমৃদ্ধ ও নিবেদিতপ্রাণ একজন অভিনয়শিল্পী। তিনি বলেন, আমি মনে করি, একজন শিল্পীর সঙ্গে ‘তুলনা’ জিনিসটাই সুন্দর ব্যাপার না।

তবে কোনটি কোন ধরনের সমালোচনা, সেটিও বিশ্লেষণ করলেন রুনা খান। তিনি বলেন, ‘জয়া আপা, আমি— আমরা তো আর কচি খুকি নই, মানে আমরা তো ১২-১৪ বছরের খুকি নই! আমাদেরও তো বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটি খুব দারুণ ব্যাপার। আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই।

অভিনেত্রী জয়া আহসান হোক কিংবা রুনা খান— চল্লিশ পেরিয়েও এখনো আবেদনময়ী এ তারকারা। এদের নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর! অভিনেত্রী বলেন, আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে এবং উপভোগ করি। তিনি বলেন, কখনই মনে করি না, আমি একটা কাজ করছি, মানে সবার ভালো লাগবে। যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে; সমালোচনা থেকে কাজটা ভালো করবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম