Logo
Logo
×

বিনোদন

এটি নিয়ে কোনো কথা বলতে চাই না: হৃদয় খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

এটি নিয়ে কোনো কথা বলতে চাই না: হৃদয় খান

এটি নিয়ে কোনো কথা বলতে চাই না, অন্য কোনো কথা থাকলে বলুন: বিয়ে প্রসঙ্গে হৃদয় খান

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও সবসময় আলোচনায় সরব থাকেন । বিশেষ করে নিজের বিয়েবিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যমে শিরোনামে থাকেন তিনি। এবার শিরোনামে এসেছে—হৃদয় খানের সংসার ভাঙার খবর।

২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই। বিষয়টি নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র।

সূত্র জানায়, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে বলে জানা গেছে। এ সম্পর্কে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে কোনো  তথ্যও নেই। হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংগীতশিল্পী হৃদয় খান বলেন, ‘বিষয়টি খুবই সেনসেটিভ; তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন।’

হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগেও পূর্ণিমা আকতার নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। এ ছাড়া ক্যারিয়ারের শুরুর দিকে নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

সুজানার সঙ্গে ডিভোর্সের কিছু দিন পরই হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম