Logo
Logo
×

বিনোদন

জন্মদিনে কেক কাটেন একা, কেন এমন জীবন কাটান গোবিন্দপত্নী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম

জন্মদিনে কেক কাটেন একা, কেন এমন জীবন কাটান গোবিন্দপত্নী?

বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবনের বয়স ৩৭ বছর। সেই সম্পর্কের সমীকরণ কি বদলে গেছে? সম্প্রতি গোবিন্দপত্নীর মন্তব্যে অবশ্য সে রকমই ইঙ্গিত মিলছে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি ও গোবিন্দ আলাদা বাড়িতে থাকেন। এবং গত ১২ বছর ধরে জন্মদিন একাই উদযাপন করেন। 

সব সময়ই স্পষ্টভাষী— স্বামীর কথা হোক কিংবা সন্তানদের কথা। রাখঢাক রাখেন না সুনীতা আহুজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, মদের প্রতি তার ভালোবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন তিনি। তবে প্রতিদিন যে মদপান করেন, তেমন না। কোনো খুশির দিনে কিংবা খেলা দেখতে দেখতে। এ ছাড়া প্রতি রোববার মদপানে বসেন। তবে জন্মদিনটা একা পালন করেন। কারণ সুনীতা মনে করেন— জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যাবেন, আর তাই তিনি একা থাকতে ভালোবাসেন। 

সুনীতা আহুজা বলেন, আমি আমার ছেলেমেয়েদের জন্মদিন উদযাপন করতে খুশি। আর নিজের জন্মদিনে সকালে পূজাপাঠ করি। মন্দিরে যাই, কখনো গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি, তার পর সন্ধ্যা ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু— সবটাই তো একা একা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম