
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ এএম
রণবীরকাণ্ডে ইউটিউবে 'অশ্লীল বিষয়বস্তু' নিয়ন্ত্রণে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

আরও পড়ুন
‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিতর্কের পর এবার ইউটিউবে ‘অশ্লীল বিষয়বস্তু’ নিয়ন্ত্রণে কেন্দ্রকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘অশ্লীল বিষয়বস্তু’ নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এবং নির্দিষ্ট কিছু চ্যানেলের দ্বারা এই প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রণবীর এলাহাবাদিয়ার দায়ের করা আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। যিনি এ বিষয়ে তার বিরুদ্ধে দায়ের করা একাধিক এফআইআর একত্রিত করা এবং গ্রেফতারি থেকে অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ শুনানি চলাকালীন অন্য একটি মামলার জন্য উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিকে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেলের সহায়তা নেওয়ার নির্দেশ দেন।
‘তথাকথিত ইউটিউবারদের এ মামলা ছিল— আমরা চাই আপনারা (সরকার) কিছু করুন। সরকার যদি কিছু করতে ইচ্ছুক হয়, আমরা খুশি। অন্যথায় তথাকথিত ইউটিউব চ্যানেলগুলো যেভাবে এর (ইউটিউবের) অপব্যবহার করছে এবং এই সমস্ত কাজ চলছে তা আমরা হতে দিতে পারি না।
বেঞ্চ বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতার ওপর জোর দিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিচারপতি কান্ত অনুরোধ করেছেন ঐশ্বর্য ভাটির কাছে, যাতে পরবর্তী শুনানিতে অ্যাটর্নি জেনারেল ও সলিসিটর জেনারেল উপস্থিত থাকেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঞ্চ রণবীর এলাহাবাদিয়ার করা মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, তার মন্তব্য অনুপযুক্ত এবং অত্যন্ত লজ্জাজনক। বেঞ্চ বলেছেন, তার মনের মধ্যে খুব নোংরা কিছু রয়েছে, যা তিনি এই অনুষ্ঠানে উগড়ে দিয়েছেন। তার বাবা-মা, বোন, সমাজ— এই কৃতকর্মের জন্য লজ্জিত হবে।