Logo
Logo
×

বিনোদন

‘রক্তবীজ ২’তে নতুন চমক, থাকছেন নুসরাত জাহান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম

‘রক্তবীজ ২’তে নতুন চমক, থাকছেন নুসরাত জাহান

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রক্তবীজ’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এরপর থেকেই সিনেমাটির সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে সিনেমার সংশ্লিষ্টরা এর সিক্যুয়েল নিয়ে আসার সিদ্ধান্ত নেন।  ইতোমধ্যে ‘রক্তবীজ ২’ এর প্রথম পোস্টারও প্রকাশিত হয়েছে। এবার জানা গেল সিনেমাটিতে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানও থাকছেন। খবর প্রকাশের পর টালিগঞ্জে চলছে নতুন আলোচনা।

‘রক্তবীজ’-এ আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর দুর্দান্ত রসায়ন এবং ‘পুলু’ চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এবারের সিক্যুয়েলে তাদের সঙ্গে দেখা যাবে নুসরাত জাহানকে। 

টালিপাড়ায় গুঞ্জন, নুসরাত এই সিনেমাতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে কী চরিত্রে অভিনয় করবেন সে সম্পর্কে এখনও কিছুই জানানো হয়নি।

‘রক্তবীজ’ সিনেমার পটভূমি ছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার উপর। এবার সিক্যুয়েলে কি আরও বড় কোনো বাস্তব ঘটনা তুলে ধরা হবে, সেটা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এটি কলকাতা সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ‘রক্তবীজ ২’-এ আরও অনেক নতুন চমক দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।

এছাড়াও গুঞ্জন রয়েছে যে সোহম চক্রবর্তীও এই সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন।  ২০২৫ সালের পূজার মধ্যে সিনেমাটির মুক্তি নিশ্চিত করায় দর্শকদের অপেক্ষা আরও বাড়ছে।

অন্যদিকে, দেবের সিনেমা ‘রঘু ডাকাত’ও একই সময়ে মুক্তি পাবে।  যার কারণে ধারণা করা হচ্ছে, টালিপাড়ার আসন্ন এই দুই সিনেমা ‘রঘু ডাকাত’ ও ‘রক্তবীজ ২’-এর মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম