Logo
Logo
×

বিনোদন

‘উদিতজি একটা চুমু’ অনুষ্ঠানে ঢুকতেই উদিতের সঙ্গে রসিকতা, যা করলেন গায়ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

‘উদিতজি একটা চুমু’ অনুষ্ঠানে ঢুকতেই উদিতের সঙ্গে রসিকতা, যা করলেন গায়ক

ছবি: সংগৃহীত

কোনো এক গানের অনুষ্ঠানে এক নারী অনুরাগীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পি উদিত নারায়ণ। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। তারপর দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গায়ককে। তবে এটিই একমাত্র ঘটনা নয়, একের পর এক চুম্বন ভিডিও প্রকাশ্যে আসছে উদিতের গানের মঞ্চের। পর পর দু’টি ভিডিওতে দেখা যায়, তরুণী ভক্তদের গালে নয়, ঠোঁটে ঠোঁট রাখছেন উদিত। কায়দাও প্রায় একই— গলা ধরে সোজা ঠোঁটে চুমু দেন উদিত।

এই বিতর্কের মাঝেই মুম্বাইয়ে উদিত নারায়ণ ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্যের উদ্যাপনে যোগ দিয়েছিলেন। সেখানে তাকে দেখা মাত্রই রসিকতা শুরু করেন আলোকচিত্রীরা। তারা গায়কের উদ্দেশে বলে বসেন, ‘স্যার, এক কিস হো যায়ে (উদিতজি একটা চুমু হয়ে যাক)।

তাদের এমন রসিকতার প্রত্যুত্তরে গায়ক কেবল হেসে চলে যান। এই ভিডিওটি এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজিক যোগাযোগমাধ্যমে। তারপর নেটাগরিকেরাও দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

একজন ব্যঙ্গ করে মন্তব্য করেন, ‘খুব মজার মনে হচ্ছে! ততক্ষণই মজা যতক্ষণ না উনি কোনো আলোকচিত্রীকে ধরে চুমু দিচ্ছেন’ যদিও চুমুকাণ্ডের পর উদিত নিজেই জানিয়েছেন কেউ ইচ্ছাকৃত তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তবে এ সবে কিছু যায় আসে না উল্টে তার জনপ্রিয়তাই বাড়ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম