Logo
Logo
×

বিনোদন

‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হবে বুবলীর সিনেমা, যা বললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হবে বুবলীর সিনেমা, যা বললেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির এ নাজুক অবস্থার মধ্যেও তার হাতে রয়েছে একাধিক সিনেমা। পাশাপাশি করছেন ফটোশুট। সম্প্রতি বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। 

উৎসবে আজ প্রদর্শিত হবে বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। এটি পরিচালনা করেছেন মিশুক মনি। এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার উৎসবে দেখার জন্য দর্শক-ভক্তদের আহ্বান জানান নায়িকা। 

বুবলী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। এবারের আসরে আমার অভিনীত সিনেমা প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি। উৎসবে আমারও উপস্থিত থেকে সিনেমাটি দেখার ইচ্ছা রয়েছে।’ 

এদিকে প্রতি বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বুবলী অভিনীত একাধিক সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে মুক্তির মিছিলে রয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জংলি’তে। এর কাজ শেষ। 

এদিকে আদর আজাদকে সঙ্গে নিয়ে করছেন ‘পিনিক’ নামের একটি সিনেমা। এটির কাজও প্রায় শেষ পথে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুটি সিনেমাই ঈদে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে পোস্টার, গান প্রকাশ করে চলছে প্রচার প্রচারণার কাজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম