
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পিএম
বিচ্ছেদবেদনা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ আতিফ আসলামের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ পিএম

আরও পড়ুন
বসন্ত ভালোবাসার সময় হিসেবেই পরিচিত। এ সময় আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতির মালা গাঁথেন প্রেমিক-প্রেমিকারা। এমন ভরা প্রেমের মৌসুমে যদি হঠাৎ বিচ্ছেদ আসে- তাহলে যে কারো জন্যই কাটিয়ে ওঠা কঠিন।
কঠিন হলেও সত্য যে, এই বসন্তেও মন ভেঙেছে বহু প্রেমিক-প্রেমিকার। তাই বলে তো আর জীবন শেষ হয়ে যায়নি।
এমন প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে বার্তা নিয়ে আসলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ভালোবাসা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ দিলেন এই গায়ক।
ভালোবাসায় মন ভাঙলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কারো কারো খাওয়া-দাওয়া থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। মুহূর্তেই পুরো পৃথিবী কেমন যেন ওলট-পালট ও অস্পষ্ট হয়ে যায়।
এমনটা হলে আতিফের পরামর্শ, নিজেকে আরও উন্নত করার দিকে নজর দিতে হবে। আগামী দিনে কীভাবে আরও সফল ও ভালো মানুষ হওয়া যায় সেদিকেই মনোযোগ দিতে হবে।
আতিফের কথায়, জীবনে আরও অনেক বড়বড় কাজ করার আছে। জীবনের উদ্দেশ্য শুধুই ব্রেকআপ, মেকআপ তো নয়। আমার মনে হয়, এর চেয়ে নিজের ক্যারিয়ারের দিকে নজর দেওয়া ভালো। সাফল্য অর্জন করতে হবে। আর এত টাকা আয় করতে হবে যে, একটা সম্পর্ক নিজে থেকে তোমার কাছে এসে জিজ্ঞেস করবে, ‘বলো কী চাও’!
এরপরই গায়ক মজা করে বলেন, জীবনে সবচেয়ে ভালো কাজ করেছ যে ব্রেকআপটা করে ফেলেছ। যদি নিজে থেকে করে থাকো, তাহলে আরও ভালো।
আতিফের এই ভিডিও আপাতত নেটদুনিয়ার চর্চায়। অনেকেই লিখেছেন, দারুণ উপদেশ দিয়েছেন আতিফ। সহমত পোষণ করে অনেকে লিখেছেন, জীবনে ক্যারিয়ারকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত।